Droupadi Murmu (Photo Credits: ANI)

নয়াদিল্লিঃ আচমকা শনিবার মধ্যরাতে এল চিঠি। ছয়জনকে রাজ্যপাল (Governor) পদে নিয়োগ করল কেন্দ্র (Central Government)। পাশাপাশি আরও তিন রাজ্যপালকে ভিন রাজ্যে বদলি করা হয়েছে। অন্যদিকে পঞ্জাবের (Punjab) রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিতের ইস্তফা মঞ্জুর করা হয়েছে। শনিবার মধ্যরাতে রাষ্ট্রপতি (President of India) ভবনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে নয়া রাজ্যপালদের নাম ঘোষণা করা হয়। তেলেঙ্গানা, ছত্তিশগড়, রাজস্থান, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র সহ সিকিম মোট ছয় রাজ্যের রাজ্যপালের নাম ঘোষণা হয়। এই বিজ্ঞপ্তি অনুযায়ী, তেলেঙ্গানার নয়া রাজ্যপাল হয়েছেন ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। রাজস্থানের দায়িত্ব পেয়েছেন মহারাষ্ট্র বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ হরিভাউ কৃষ্ণরাও বাগড়ে। ঝাড়খণ্ডের সাংবিধানিক প্রধান হয়েছেন সন্তোষকুমার গাঙ্গোয়ার। সিকিমের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে ওমপ্রকাশ মাথুরের হাতে। মেঘালয়ের রাজ্যপাল হয়েছেন সিএইচ বিজয়শঙ্কর। অন্যদিকে মহারাষ্ট্রের দায়িত্ব পেয়েছেন ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণ। আর সবশেষে, পঞ্জাবের রাজ্যপাল হিসেবে ঘোষণা করা হয়েছে গুলাবচাঁদ কাটারিয়ার নাম। তিনি একই সঙ্গে চণ্ডীগড়ের প্রশাসকের দায়িত্ব সামলাবেন। এ ছাড়া সিকিমের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আর্যকে দেওয়া হয়েছে অসমের দায়িত্ব। একই সঙ্গে তিনি মণিপুরের দায়িত্বও সামলাবেন।