নয়াদিল্লিঃ যতদিন যাচ্ছে ঘরে ঘরে বাড়ছে ক্যানসারের(Cancer) প্রকোপ। অল্পবয়সেই এই মারণরোগের শিকার হচ্ছেন মানুষজন। আগে ক্যানসার মানেই মৃত্যু এমন ধারণা ছিল। তবে এখন আর তা নেই। যতদিন যাচ্ছে, ক্যানসার চিকিৎসায় নতুন দিশা দেখাচ্ছেন বিজ্ঞানীরা। চলছে গবেষণা। এ বার ক্যানসার চিকিৎসায় নতুন আলো দেখাবে 'ফ্ল্যাশ রেডিয়ো থেরাপি(Flash Radio Therapy)।'
ক্যানসার চিকিৎসায় নয়া দিশা
ক্যানসার চিকিৎসায় রেডিয়েশনের ব্যবহার নতুন নয়। রেডিয়েশন থেরাপিকে কাজে লাগিয়ে ক্যানসার রোগীদের শরীরে থাকে কোনও টিউমারজাতীয় কোনও কিছুকে বিনাশ করা হয়। অনেক সময় সাধারণ রেডিয়েশন ব্যবহার করলে ওই টিউমার সংলগ্ন শিরার ক্ষতি হয়। কিন্তু এই নয়া ফ্ল্যাশ রেডিয়ো থেরাপি প্রয়োগ করলে কোনও রকমের শিরার ক্ষতি হবে না বলে জানা যাচ্ছে। এই নতুন রেডিয়ো থেরাপি শরীরের জন্য কম ক্ষতিকারক এবং বেশি কার্যকরী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই থেরাপি মানুষের শরীরে কীভাবে কাজ করবে তা নিয়ে একাধিক গবেষণা চলছে। তবে এই থেরাপি অনেক বেশি ব্যায়বহুল হতে চলেছে বলে মনে করা হচ্ছে। পৃথিবীর মূলত কয়েকটি দেশেই প্রথমে এই থেরাপি চালু করার কথা ভাবা হচ্ছে বলে সূত্রের খবর।
আসছে ফ্ল্যাশ রেডিয়ো থেরাপি, জানুন বিস্তারিত
Cancer treatment is on the brink of a revolution with the advent of flash radiotherapy, a groundbreaking method that administers radiation in less than a second.https://t.co/mPWhwaRIGD pic.twitter.com/lkN3U9Xt3U
— Local 12/WKRC-TV (@Local12) January 26, 2025