নয়াদিল্লিঃ হাথরসের মর্মান্তিক দুর্ঘটনার (Hathras Stampede) ৭২ ঘণ্টা পেরিয়েছে। এখনও পলাতক এই ঘটনায় মূল অভিযুক্ত স্বঘোষিত 'ভোলে বাবা' (Bhole Baba) ওরফে নারায়ণ হরির (Narayan Hari) । আর এই ঘটনার তদন্তে নেমে পুলিশের হাতে এমনকিছু নথি মিলেছে যা দেখে কার্যত চোখ কপালে উঠেছে তদন্তকারীদের।। স্বঘোষিত গডম্যানের অগন্তি সম্পত্তির হদিশ মিলেছে বলে পুলিশ সূত্রে খবর। জানা গিয়েছে, দেশ-বিদেশে ছড়িয়ে রয়েছেন এই 'ভোলে বাবা'-এর ভক্তরা। ইতিমধ্যেই সম্পত্তির বেশকিছু নথি বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেই সব নথি অনুযায়ী, ইটাহ জেলার পাটিয়ালি তেহশিলে বাহাদুর গ্রামে 'ভোলে বাবা'-এর মূল আশ্রম রয়েছে। কিন্তু জানা যাচ্ছে, উত্তরপ্রদেশের মইনপুরীতে ২১ বিঘা জমির উপর তাঁর একটি পাঁচতারা আশ্রম রয়েছে। ৪ কোটি টাকার জমিতে গড়া এই চোখ ধাঁধানো আশ্রমের ছ'টি ঘর 'ভোলে বাবা'-এর জন্য সংরক্ষিত। শুধু তাই নয়, এই পাঁচতারা আশ্রমের মধ্যে রয়েছে বিশাল একটি ক্যাফেটেরিয়া। এ ছাড়া কমিটির সদস্য এবং ভলান্টিয়ারদের জন্য রয়েছে আলাদা-আলাদা থাকার ঘর। চার বছর আগে উপহার হিসেবে এই ২১ বিঘা জমি পেয়েছিলেন বলে জানা গিয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন জায়গায় বিঘা-বিঘা জমি রয়েছে তাঁর। সঙ্গে রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি, যেগুলির বেশিরভাগই ভক্তদের নামে কেনা। ভিনদেশেও এই নারায়ণ হরির সম্পত্তির হদিশ মিলেছে, বলে খবর। জানা গিয়েছে, 'ভোলে বাবা'এর আসল নাম সুরজ পাল। এক সময় ইন্টেলিজেন্স ব্যুরোতে চাকরি করতেন তিনি। পরে ধর্মীয় উপদেশ দেওয়ার জন্য নাকি চাকরি ছেড়ে দেন তিনি ।
দেখুন সেই পাঁচতারা আশ্রমের ভিডিয়ো
Grand Ashrams, Luxury Cars Among Bhole Baba's ₹100 Crore Assets
Read Here: https://t.co/FPkkgooJwD pic.twitter.com/tWawJwzD2y
— NDTV (@ndtv) July 5, 2024