এনসিপি ছাড়লেন ৪ বড় নেতা (ছবিঃX)

নয়াদিল্লিঃ বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগেই বড় ধাক্কা অজিত পওয়ারের (Ajit Pawar) ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি শিবিরে (The Nationalist Congress Party)। একযোগে ইস্তফা দিলেন দলের চার বড় মাপের নেতা। শোনা যাচ্ছে, শরদ পওয়ারের (Sharad Pawar) সঙ্গে হাত মেলাতে পারেন তাঁরা। বুধবার সকালে অজিত পওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি থেকে ইস্তফা দিয়েছেন হারাষ্ট্রের পিম্পরি-চিঞ্চওয়াদ শাখার প্রধান অজিত গাভানে, দুই প্রাক্তন কর্পোরেটর রাহুল ভোসলে ও পঙ্কজ ভালেকর এবং পিম্পরি চিঞ্চওয়াদ ছাত্র শাখার প্রধান যশ সানে। চলতি সপ্তাহেই শরদ পওয়ারের দলে যোগ দিতে পারেন বলে জল্পনা। শোনা গিয়েছে তাঁদের পিছু-পিছু আরও কয়েকজন নেতা শরদ পওয়ারের শিবিরে ফিরতে চাইছেন। তবে এনসিপি তাঁদের ফেরাবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। প্রসঙ্গত, ২০২৩ সালে দু'ভাগে চাগ হয়েছে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি। কাকা শরদ পওয়ারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে আলাদা হয়ে যান অজিত পওয়ার।