প্রতীকী ছবি

National Testing Agency declares result for medical entrance exam : প্রকাশিত হল চলতি বছরের জাতীয় টেস্টিং এজেন্সির ফল (NEET 2023 Results)। এনইইটি ২০২৩-এর ফল জানা যাচ্ছে neet.nta.nic.in ওয়েবসাইট থেকে। পাশাপাশি ফল জানা যাচ্ছে neetresults.nic.in

,nta.ac.in ওয়েবসাইটে।

গত ৭ মে এই পরীক্ষা দেন দেশের ২০ লক্ষ ৩৮ হাজার ৫৯৬ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে পাশ করলেন ১১ লক্ষ ৪৫ হাজার ৯৭৬ জন। যুগ্মভাবে প্রথম স্থান পেলেন তামিলনাড়ুর প্রভাজ্ঞন জে ও অন্ধ্রপ্রদেশের বোরা বরুণ চক্রবর্তী। দু জনেই ৭২০ নম্বরের মধ্যে ৭২০ পেয়েছেন। মেয়েদের মধ্যে প্রথম ও সর্বভারতীয় তালিকা চার নম্বরে স্থান পেলেন প্রাঞ্জল আগারওয়াল।

দেখুন টুইট

কীভাবে জানবেন ফল

দেখুন মেধা তালিকা

দেশের ৪৯৯টি ও ভারতের বাইরে ১৪টি শহরে NEET পরীক্ষা নেন জাতীয় টেস্টিং এজেন্সি বা NTA। পরীক্ষার্থীদের সংখ্যার বিচারে এটাই দেশের সবচেয়ে বড় এন্ট্রাস টেস্ট।