২৩ শে অগাস্টকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় মহাকাশ দিবস বলে ঘোষনা করলেন। ২৩ শে অগাস্ট চাঁদের মাটি ছুঁয়েছিল ল্যান্ডার বিক্রম। সেই দিনটিকে স্মরণীয় রাখতে এবার মহাকাশ দিবসের ঘোষনা প্রধানমন্ত্রীর। এর পাশপাশি যে স্থানটিতে ল্যান্ডার বিক্রম অবতরন করেছে সেই স্থানটিকে "শিবশক্তি" বলে নামকরন করেন তিনি। চন্দ্রযান ২ এর ল্যান্ড করার ক্ষেত্রটিকে "তিরঙ্গা" নাম দিয়েছেন তিনি।
তিনি বলেন,"ভারতের পক্ষ থেকে করা যে কোন প্রচেষ্টার ক্ষেত্রে এগুলি অনুপ্রেরণা হয়ে থাকবে।ব্যার্থতাই শেষ কথা নয় এটাই মনে করাবে "। চন্দ্রায়ন ৩ এর সফল ল্যান্ডিং উপলক্ষ্যে ইসরোর প্রধান দফতরে বিজ্ঞানীদের উদ্দেশ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।"২৩ শে অগাস্ট চাঁদে ভারতীয় পতাকা উত্তোলন করেছে ভারত। এখন থেকেই সেই দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে পালন করা হবে " বলে জানান তিনি।
ইসরোর চন্দ্রায়ন অভিযানের সময় দক্ষিণ আফ্রিকা ও গ্রীস সফরে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইসরোর কর্মীদের কঠোর প্রচেষ্টা, ধৈর্য্য, অনুপ্রেরণার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ অংশে অবতরন করে রেকর্ড গড়ল ভারত।
PM Modi greets ISRO scientists, declares August 23 as National Space Day
Read @ANI Story | https://t.co/hHArpE9f8x#NationalSpaceDay #ISRO #Chandrayaan3 #PMModi pic.twitter.com/FrMCvxdgPk
— ANI Digital (@ani_digital) August 26, 2023