NaMo App: সিএএ-র প্রচারে 'নমো অ্যাপ' আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বললেন #IndiaSupportsCAA ব্যবহার করুন সোশ্যাল মিডিয়ায়
নরেন্দ্র মোদি (Photo Credits: Twitter)

নতুন দিল্লি, ৩০ ডিসেম্বর: কৌশলে প্রচারের কৌশল কেউ ওনার কাছে শিখুক। কিভাবে কোনওরকম বিতর্কে না জড়িয়ে সুকৌশলে প্রচার (Campaign) করতে হয়, তিনি সবচেয়ে ভাল জানেন। সিএএ (CAA) উত্তাপে যখন হাড় কাঁপানো শীতেও জ্বলছে গোটা দেশ (India), তখন তিনি বললেন সিএএ-এর প্রচার করতে। তবে রাস্তায় নেমে নয়, হাতে প্ল্যাকার্ড তুলে নয়। প্রচার করতে আমজনতাকে আবেদন জানালেন ওয়েব দুনিয়ায়। নিজের নামে তৈরি অ্যাপ (App) ব্যবহার করার সঙ্গে সঙ্গেই ব্যবহার করতে বললেন #IndiaSupportsCAA।

চলতি বছরেই বাজারে এসেছে নমো অ্যাপ। পুরনো সেই চালকেই নতুন মোড়োকে ভাতে বাড়ানোর উদ্যোগ নিলেন তিনি। সোমবার সিএএ-এর সমর্থনে প্রচারের জন্য হ্যাসট্যাগের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। জানিয়ে দিলেন নয়া আইনের মাধ্যমে একজন ভারতীয়েরও নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। আশ্বাস দিলেন সিএএ নির্যাতিত শরণার্থীদের এই দেশে স্থায়ী আশ্রয় দেবে। এদিন টুইট পোস্টে তিনি লেখেন, ‘কারোর নাগরিকত্ব (Citizenship) কেড়ে নেওয়ার বদলে সিএএ নীপিড়িত উদ্বাস্তুদের নাগরিকত্ব দেবে। তা সমর্থনের জন্যই জন্যই #IndiaSupportsCAA।’ সিএএ নিয়ে বিস্তারিত তথ্য জানতে নমো অ্যাপ ব্যবহারের আবেদনও জানিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়াও নয়া আইনকে সমর্থনের দাবি করেছেন। আরও পড়ুন: Rangoli Protest: এমকে স্তালিন-কানিমোঝির বাড়ির সামনে রঙ্গোলি দিয়ে সিএএ-এনআরসির প্রতিবাদ জানালেন প্রতিবাদকারীরা

এছাড়াও সিএএ-এর সমর্থনে ভিডিও, গ্রাফিক্স, লেখার আর্জি জানানো হয়েছে ওই টুইটে (Tweet)। সংশোধিত নাগরিকত্ব আইনের পক্ষে নয়া এই প্রচার কৌশল দিয়ে সোশাল মিডিয়ায় প্রচারে ঝড় তুলতে মরিয়া গেরুয়া শিবির।