২৭মে,২০১৯: কল্পনাতীত ফল। বিজেপি নিজেও ভাবতে পারেনি একাই ৩০০ পাড় করে যাবে। সেই সাফল্য পূর্ণ সমর্থন দিয়েছে বারাণসী। সাড়ে চার লাখেরও বেশি ভোটে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাই শপথ নেওয়ার আগেই কাশী বিশ্বনাথের দর্শন করে বারাণসীর(Varanasi) বাসিন্দাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
এবারের ভোট যে সব হিসেব গুলিয়ে দিয়েছে তাতে কোনও সন্দেহ নেই। সেকারণেই বারাণসীর বাসিন্দাদের কৃতজ্ঞতা জানিয়ে মোদি বলেছেন রসায়ন হারিয়ে দিয়েছে অঙ্ককে। বলা যায় অঙ্ক হেরে গিয়েছে রসায়ণের কাছে। কারণ ভোটের আগে পর্যন্ত মোদির জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছিল। সমীক্ষকরা অনেকেই বলেছিলেন গতবারের চেয়ে এবারে মোদির জনপ্রিয়তা কমেছে। কিন্তু ফলাফল প্রকাশের পর দেখাল মোদি (Narendra Modi) রসায়নেই বাজিমাত হয়েছে। বিপুল জনসমর্থনে ফের ক্ষমতায় ফিরেছেন নরেন্দ্র মোদি।
আগের বারের চেয়েও বেশি আসন নিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করছে বিজেপি তথা এনডিএ। সেই রসায়ন যে জাতিয়তাবাদ আর মেরুকরনের রাজনীতিতে পুষ্ট তাতে কোনও সন্দেহ নেই।