নয়াদিল্লিঃ আজ, ৭ জুলাই জাতীয় তাঁত দিবস (National Handloom Day)। ভারতের তাঁত শিল্পের বিকাশে বরাবরই সাহায্য করে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। ভারতীয় তাঁত শিল্প এই দেশকে বিশ্ব দরবারে আরও সুপরিচিত করেছে, দেশকে নতুন পরিচয় দিয়েছে বলেই মনে করেন নমো। আজ জাতীয় তাঁত দিবসে তাই সমস্থ তাঁতি এবং এই শিল্পের সঙ্গে যুক্তদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। বুধবার সকালে নরেন্দ্র মোদীর এক্স (X) হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। এই ভিডিয়োর (Video) মাধ্যমে ভারতের গ্রামের অলিগলিতে বোনা তাঁতের বিভিন্ন নিদর্শন ফুটে উঠেছে। এই ভিডিয়োর মাধ্যমে মোদী বলেন, "জাতীয় তাঁত দিবসের শুভেচ্ছা! আমাদের দেশ জুড়ে তাঁতের ঐতিহ্য এবং সমৃদ্ধির জন্য অত্যন্ত গর্বিত। আমাদের দেশের কারিগরদের কর্মদক্ষতাকে সাধুবাদ জানাই। আরও বেড়ে উঠুক এই শিল্প। আর এই নিপুণ হাতের জাদু দিয়ে দেশের নামআরও উজ্জ্বল করুক এই শিল্প, এমনটাই কামনা করি।" সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে মোদীর এই ভিডিয়োটি।
দেখুন ভিডিয়ো
Greetings on National Handloom Day! We take immense pride in the rich heritage and vibrant tradition of handlooms across our nation. We also cherish the efforts of our artisans and reiterate our commitment to be ‘Vocal for Local.’ pic.twitter.com/5M0LPxPFgr
— Narendra Modi (@narendramodi) August 7, 2024