আহমেদাবাদ, ২৪ ফেব্রুয়ারি: মাত্র ৩৬ ঘণ্টার জন্য ভারত সফরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট। আজ সোমবার বেলা ১১টা ৪০ মিনিট নাগাদ সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরে অবতরণ করেন সস্ত্রীক ট্রাম্প। তারপর পৌঁছে যান সবরমতী আশ্রমে। তারপর কর্মসূচি অনুযায়ী মোতেরার স্টেডিয়াম উদ্বোধনে যান তাঁরা। যে মঞ্চে উপস্থিত রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে বিভিন্ন গন্য মান্য ব্যক্তিত্ব। ভরা মঞ্চেই মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে প্রশংসাবাক্য বলতে গিয়ে তিনি বলেন 'নমস্তে ট্রাম্প (Namaste Trump)।' হাততালিতে ফেটে পড়ে গোটা মঞ্চ।
সোমবার আহমেদাবাদের (Ahmedabad) মাটি ছোঁন মার্কিন প্রেসিডেন্ট। বাণিজ্য চুক্তির অনিশ্চয়তা, সিএএ-এনআরসি অস্বস্তি নিয়েই তাঁর মুখোমুখি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্রাম্পের জন্য এলাহি আয়োজন করা হয়েছে আগ্রা ও আহমেদাবাদে। যা নিয়ে সমালোচনার ঝড় অব্যাহত। দেখুন মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশ্যে আরও কী কী বললেন তিনি-
- মেলানিয়া ও ইভাঙ্কা ট্রাম্পকে ভারতে আসার জন্য ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী মোদি।
- এই ভিড়ের জন্য আমি গুজরাতের বাসিন্দাদের ধন্যবাদ জানাচ্ছি: প্রধানমন্ত্রী মোদি।
- ঈশ্বর ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সহায় থাকুন। ভারতকে সত্যি ভালোবাসি: প্রেসিডেন্ট ট্রাম্প।
- পাকিস্তানের সীমান্তকে ব্যবহার করে সন্ত্রাস বন্ধে আমার প্রশাসন ইসলামাবাদের সঙ্গে আলোচনা করছে: প্রেসিডেন্ট ট্রাম্প।
- ভারতীয় সেনার জন্য ৩ বিলিয়ন ডলারের বেশি প্রতিরক্ষা সরঞ্জামের চুক্তি করবে মার্কিন যুক্তরাষ্ট্র: ট্রাম্প।
- মহাত্মা গান্ধীর আশ্রমে গিয়ে আমি ও ফার্স্ট লেডি মেলানিয়া (Melania Trump)গর্বিত: প্রেসিডেন্ট ট্রাম্প।
- বলিউড থেকে ক্রিকেট- বিশ্ব ভারতকে ভালোবাসে: ট্রাম্প।
- গণতান্ত্রিক, সহিষ্ণু ও শান্তিপ্রিয় দেশ হিসেবে সফল ভারত: ট্রাম্প।
- মোদীকে সবাই ভালোবাসেন: ট্রাম্প।
- চা'ওয়ালা হিসেবে নিজের জীবন শুরু করেছিলেন প্রধানমন্ত্রী মোদি: মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প
- প্রধানমন্ত্রী আমার প্রকৃত বন্ধু: প্রেসিডেন্ট ট্রাম্প।