দুদিনের ভারত সফরে এসেছেন দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রী পার্ক জিন। সম্প্রতি অস্কার জেতা 'আরআরআর' ছবির নাটু নাটু গান নিয়ে মন্তব্য করলেন তিনি। নাটু নাটু গানটি দক্ষিণ কোরিয়া খুবই জনপ্রিয় বলে জানান তিনি।
এএনআইকে(ANI) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান,' নাটু নাটু গানটি দক্ষিণ কোরিয়ায় খুব প্রিয় গান, আমি নিজেই এই ছবি দেখেছি, এটি একটি সুন্দর সিনেমা। ছবির গল্পও সুন্দর, আমি মনে করি ভারতীয় মানুষ ও ইতিহাস নিয়ে এটি একটি সুন্দর ছবি। এবং আমি খুশি যে আমাদের কোরিয়ান দূতাবাসে নাটু নাটু গানটিকে বিশেষ গুরুত্ব দিয়েছে।'
সম্প্রতি নাটু নাটু গানটি কোরিয়ান দূতাবাসে শুনতে দেখা যায়। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ভিডিওটি নজর কেড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও।
এছাড়া তিনি জানান যে বলিউড ছবি দেখতে ভালোবাসেন। তিনি থ্রি ইডিয়টস দেখেছেন। শাহরুখ খানের চেন্নাই এক্সপ্রেস ছবিটিও তার খুব পছন্দের বলে জানিয়েছেন তিনি।
দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষ্যে ২ দিনের ভারত সফরে এসেছেন পার্ক জিন।
Naatu Naatu dance is really popular in Korea": South Korea Foreign Minister Park
Read @ANI Story | https://t.co/Kh9pO9GvTw#ParkJin #NaatuNaatu #Oscars #RRR #SouthKorea pic.twitter.com/hoG8FYe38J
— ANI Digital (@ani_digital) April 7, 2023