নয়াদিল্লিঃ কেরল (Kerala) উপকূলের কাছে আরব সাগরে (Arabian Sea) হেলে পড়েছে লাইবেরিয়ান কন্টেনার জাহাজ (Liberia Flagged Container Ship)। আর এরপরই সাধারণ মানুষদের সতর্ক করল প্রশাসন। সমুদ্রের তীরে কিছু ভেসে আসতে দেখলে প্রশাসনকে খবর দেওয়ার নির্দেশ দেওয়া হল জনগনকে। সেই সঙ্গেই সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হল। কিন্তু কেন? জানা গিয়েছে, শনিবার কেরল উপকূলের কাছে আরব সাগরে যে কন্টেনার জাহাজটি হেলে যায় তাতে তেল সহ একাধিক ক্ষতিকারক পদার্থ ছিল যা ক্রমে মিশে যাচ্ছে সমুদ্রে। আর তাই সাধারণ মানুষকে সতর্ক করছে প্রশাসন। এই সময় সমুদ্রের জলের সংস্পর্শে আসলে বিপদ হতে পারে এই মর্মে জারি করা হয়েছে সতর্কতা।
সমুদ্রে মহাবিপদ! জারি সতর্কতা কী এমন ঘটল?
কেরলের রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সমুদ্র উপকূলে কোনও জিনিস ভাসতে দেখলে অবিলম্বে পুলিশে খবর দিতে। এদিন যে লাইবেরিয়ান কন্টেনার জাহাজটি হেলে যায় তাতে ২৪ জন ক্রু ছিলেন। তাঁদের মধ্যে ২১ জনকে উদ্ধার করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। জাহাজটির চিফ ইঞ্জিনিয়ার এবং সেকেন্ড ইঞ্জিনিয়ার এবং ক্যাপ্টেন এখনও জাহাজেই রয়েছে।প্রায় ২৬ ডিগ্রি হেলে রয়েছে জাহাজটি।
আগামী কয়েকদিনে নামা যাবে না সমুদ্রে, ছোঁয়া যাবে না জল, কী এমন ঘটল আরব সাগরে?
Update :
21 crew members rescued, 03 crew (Captain, Chief Engg and 2nd Engg) remain onboard to facilitate planned salvage operations.
ICG and IN ships along with ICG aircrafts continue to coordinate andmonitor the situation.
Some containers have fallen due to vessel tilting,… https://t.co/rqIxYVgMLH pic.twitter.com/RYkHgNVPQs
— PRO Defence Kochi (@DefencePROkochi) May 24, 2025