প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

ফের মুম্বইয়ে (Mumbai) ধর্ষণের ঘটনা। এবার ধর্ষণের শিকার হল ৭ বছরের শিশুকন্যা। অভিযোগের তীর একটি শিশু সেবাকেন্দ্রের মালকিনের স্বামীর বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের পূর্ব মালাডের দিনদোশি থানা এলাকায়। ধৃতকে বৃহস্পতিবার আদালতে পেশ করা হলে তাঁকে ২১ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয় পুলিশ। এদিকে এই অভিযোগ সামনে আসার পর ওই শিশু সেবাকেন্দ্রে যাওয়া অনান্য শিশুর অভিভাবকরাও অভিযুক্তের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলছেন।

নির্যাতিতা শিশু পরিবারকে সবটা জানায়

জানা যাচ্ছে, চলতি সপ্তাহেই একটি বছর সাতেকের নাবালিকাকে শিশু সেবাকেন্দ্রের ডে কেয়ারে নিয়ে গিয়েছিলেন তাঁর বাবা-মা। এলাকায় যথেষ্ট পরিচিত হওয়ায় এবং ওই স্বাস্থ্যকেন্দ্রে মালকিন শিশুদের নিজের বাড়িতেই দেখভাল করার জন্য এলাকার অনেকেই ওই ডে কেয়ারে নিয়ে যান। সেখানে ঘন্টাখানেক বন্ধুদের সঙ্গে খেলাধুলা করে তাঁরা। তারপর বাড়িতে ফিরে যায় শিশুটির বাবা-মা। ফেরার সময় সে কান্নাকাটি করছিল। বাড়ি ফিরে শিশুটি তাঁর মাকে বিষয়টি জানান। এমনকী পোশাকে রক্তের দাগও লেগে ছিল বলে দাবি পরিবারের।

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ

এরপরই ওইদিন থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন নির্যাতিতার বাবা-মা। সেই অভিযোগের ভিত্তিতে ডে কেয়ারের মালকিনের স্বামী বছর ৪৫-এর ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। নাবালিকাকে হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে, এই ঘটনা সামনে আসার পর বাকি অভিভাবকরা ধৃত ব্যক্তির বিরুদ্ধে অশালীন আচরণ, যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।