Photo Credits: ANI

মারাঠা সংরক্ষ নিয়ে এবার সর্বদলীয় বৈঠক ডাকার সিদ্ধান্ত নিল মহারাষ্ট্রের একনাথ শিন্ডের সরকার। এবিষয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের তরফে। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানান, "সমস্ত বিক্ষোভকারী যারা বিক্ষোভ দেখিয়েছেন তাদের ওপর করা মামলা তুলে নেওয়া হবে।এছাড়া রাজ্য সরকারের পক্ষ থেকে মারাঠা সংরক্ষন সমন্ধীয় যে অপরাধ ঘটেছে সেগুলিকেও তুলে নেওয়া হবে।আমরা লাঠি চার্জের মতন বিষয়টিকে সমর্থন করিনা, আলোচনায় মাধ্যমে আমরা মারাঠাদের সংরক্ষন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।অন্য সম্প্রদায়ের ক্ষেত্রেও সংরক্ষনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মারাঠাদের সংরক্ষন দেওয়ার সিদ্ধান্ত শীঘ্রই বাস্তবায়িত হবে।আমরা এর জন্য কাজ শুরু করছি। সমস্ত দলীয় নেতারা সিদ্দান্ত নিয়েছে যে মনোজ জারাঙ্গে পাটিল যেন অনশন তুলে নেন। "

বেশ কিছুদিন আগেই মারাঠাদের সংরক্ষনকে কেন্দ্র করে ঝালনা নামক স্থানে বিক্ষোভ প্রদর্শন করে মারাঠারা।কিন্তু সেই বিক্ষোভে ব্যপক লাঠিচার্জের মাধ্যমে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ। এর প্রতিবাদে জনতার পক্ষ থেকেও পুলিশকে ইট ছোড়া হয় গাড়ি জ্বালানো হয়।সরকারের ওপর চাপ সৃষ্টি করে অনশনে বসে যান প্রধান বিক্ষোকারী নেতা মনোজ জারাঙ্গে।