
মুম্বই, ৭ মার্চ: ৪৮ লক্ষের হিরে (Diamond) নিয়ে চম্পট দিলেন এক ব্যক্তি। হিরে ব্যবসায়ী রসিক দেশাই নামে এক ব্যক্তি তাঁর দোকান থেকে বহুমূল্য হিরে হাতানোর অভিযোগে রুপেশ সোনির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। রুপেশ ব্যান্দ্রা কুরলা এক্সপ্রেসে থাকা রসিক দেশাইয়ের দোকান থেকে ৪৮ লক্ষের হিরে নিয়ে চম্পট দেন।
বহুমূল্য হিরে কিনে তার ৪৮ লক্ষের দাম এক সপ্তাহের মধ্যে মেটানোর কথা দেন রুপেশ সোনি। কিন্তু এক সপ্তাহ পর থেকে রুপেশ সোনির আর কোনও খোঁজ মিলছে না। অর্থাৎ রসিক দেশাইয়ের দোকান থেকে ৪৮ লক্ষ টাকার হিরে নিয়ে নিখোঁজ রুপেশ সোনি। ফলে ওই ব্যক্তির বিরুদ্ধে ডায়মন্ড মার্চেন্ট রসিক দেশাই পুলিশের কাছে দায়ের করেন অভিযোগ। যে খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে শোরগোল শুরু হয়ে যায়। রুপেশ এই মুহূর্তে কোথায় রয়েছেন, সে বিষয়ে পুলিশ কোনও খোঁজ এখনও পায়নি।
রিপোর্টে প্রকাশ গয়াচন্দ নামে এক ব্যক্তি রুপেশ সোনিকে নিয়ে ব্যান্দ্রা কুরলা এক্সপ্রেসে রসিক দেশাইয়ের দোকানে যান। রুপেশ গিয়ে জানান, তাঁর ২১ লক্ষ টাকা দামের হিরে চাই। নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়ে রুপেশ ওই দোকান থেকে বহুমূল্য হিরে কেনেন। গয়াচন্দের সঙ্গে রসিক দেশাই আগেও লেনদেন করেছেন। ফলে গয়াচন্দের উপর নির্ভর করে রুপেশ সোনিকে বহুমূল্য হিরে বিক্রি করেন রসিক। এক সপ্তাহের মধ্যে যার দাম মেটানোর কথা ছিল।
পরদিন ফের গয়াচন্দকে সঙ্গে নিয়ে রুপেশ সোনি রসিকের দোকানে যান এবং আরও ২৭ লক্ষের হিরে কেনেন রিসিপ্ট নিয়ে। যেখানে স্বাক্ষর করেন গয়াচন্দও। এক সপ্তাহের মধ্যে রুপেশ সমস্ত টাকা মিটিয়ে দেবেন বলে রসিককে আশ্বস্ত করেন গয়াচন্দ।
এদিকে এক সপ্তাহ কেটে গেলেও রুপেশ সোনি হাজির হননি রসিক দেশাইয়ের দোকানে। কোনও টাকাও তিনি মেটাননি। তাঁর খোঁজ না পেয়ে এরপর রসিক দেশাই পুলিশের দ্বারস্থ হন এবং অভিযোগ দায়ের করেন।