Assam CM Himanta Biswa Sarma (video Screen Grab)

ইন্ডিয়া জোট নিয়ে ক্রমাগত বিরোধীদের দিকে আক্রমন শানাচ্ছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা। মধ্যেপ্রদেশের কান্তিতে একটি সভা থেকে বিরোধীদের দিকে ঝাঁঝালো আক্রমন শানান হেমন্ত বিশ্বশর্মা। তিনি জানান, "কংগ্রেস একটি নতুন জোট তৈরী করেছে এবং তার নাম দিয়েছে ইন্ডিয়া, এবং তারা বলতে শুরু করেছে যে আমরা এখন ইন্ডিয়া তাই আমরা ভোটে জিতে যাব। আমি যদি মহাত্মা গান্ধীর নাম নিই আমি কি মহাত্মা গান্ধী হয়ে যাব? এই ধরনের জোট তৈরী হওয়ার পর থেকে একটি সনাতন ধর্ম বিরোধী আবহাওয়া তৈরী হয়েছে।আমি রাহুল গান্ধীকে বলতে চাই, আপনি যদি ডিএমকের সঙ্গী না হন তাহলে বের করে ফেলুন তাকে এই জোট থেকে। কংগ্রেস বলে এটা তাদের বলার স্বাধীনতা। "

সামনেই অর্থাৎ ২০২৪ এ লোকসভা নির্বাচন। তার আগে জয় নিয়ে উজ্জীবিত দুই শিবির।সেই উদ্দেশ্যে একে অপরকে বিঁধতে ছাড়ছে না কেউ।