Mother Dairy (IANS)

নতুন দিল্লি, ৫ মার্চ: লিটার প্রতি ২ টাকা দাম বাড়ছে মাদার ডেয়ারি দুধের (Mother Dairy Milk)। নতুন দাম আগামীকাল থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, কৃষকের দাম বাড়ানো, জ্বালানি খরচ এবং প্যাকেজিং উপকরণের খরচের পরিপ্রেক্ষিতে দাম বাড়ানো হয়েছে৷

সংস্থাটি আরও জানিয়েছে যে বিভিন্ন ইনপুট খরচ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালের জুলাই মাস থেকে কৃষকরা দুধের দাম বাড়িয়েছেন ৮-৯ শতাংশ। এর সঙ্গে প্যাকেজিং, লজিস্টিক ইত্যাদির অপারেশনাল খরচও বেড়েছে। দুধ সংগ্রহে বেশি দাম দিলেও মাদার ডেয়ারি গ্রাহকদের জন্য দাম অনেকদিন একই রেখেছিল। সামগ্রিক মূদ্রাস্ফীতির হিসেবে এই দাম বৃদ্ধি অনেক কম।

নতুন দাম:

  • ফুল ক্রিম দুধ: ৫৯ টাকা প্রতি লিটার
  • টোনড মিল্ক: ৪৯ টাকা প্রতি লিটার
  • গরুর দুধ: ৫১ টাকা প্রতি লিটার
  • বাল্ক ভেন্ডেড মিল্ক (টোকেন মিল্ক): ৪৬ টাকা প্রতি লিটার

এর আগে, সোমবার আমুল (Amul) তাদের দুধের দাম লিটার প্রতি ২ টাকা বাড়ানোর কথা ঘোষণা করেছে। মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হয়েছে। প্রায় এক বছরের ব্যবধানে দুধের দাম বাড়াল আমুল।