Noida Girl Mother (Photo Credit: X/Screengrab)

নয়ডা, ২৩ সেপ্টেম্বর: 'শেষ মুহূর্তে আমার মেয়ের সঙ্গে কী হয়েছিল? কেন আমার মেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল?  আমি শুধু সত্যিটা জানতে চাই। কেন আমার মেয়েকে এইভাবে মরতে হল? জানি, ও আর ফিরবে না। তবে স্কুলে শেষ মুহূর্তে ওর সঙ্গে কী হয়েছিল, সেটাই জানতে চাই।' কন্যাহারা এক মায়ের কাতর আবেদন শুনে চোখ জলে ভরে উঠছে বহু মানুষের।

নয়ডার (Noida Girl) তানিস্কা শর্মা (ক্লাস সিক্স) শিক্ষক দিবসের দিন স্কুলে যায়। তার মা তাকে স্কুলে ছেড়ে দিয়ে আসেন। স্কুলে যাওয়ার পর সাড়ে এগারোটায় তানিস্কার মায়ের কাছে ফোন আসে। স্কুল থেকে জানানো হয়, তানিস্কা অজ্ঞান হয়ে পড়েছিল স্কুল। তাই তাঁরা যেন শিগগিরই মেয়ের কাছে পৌঁছে যান। তবে তানিস্কাকে স্কুল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তানিস্কার বাবা, মা যেন স্কুলে পৌঁছে যান বলে জানানো হয় স্কুল কর্তৃপক্ষের তরফে।

তবে হাসপাতালে যাওয়ার পর তানিস্কার মা জানতে পারেন, তাঁর মেয়ে আর নেই। মৃত্যু হয়েছে ষষ্ঠী শ্রেণির ছোট তানিস্কা শর্মার। স্কুলে যাওয়ার সময় তানিস্কা একদম সুস্থ ছিল। কী হয়েছিল তাঁর মেয়ের সঙ্গে স্কুলে? তানিস্কার মা শুধু তাই জানতে চান। যে স্কুলকে 'সেকেন্ড হোম' বলে মনে করেন অভিভাবকরা, সেখানে এমন কী হল যে তানিস্কা চলে গেল। তিনি শুধু সেটুকুই জানতে চান বলে জানান তানিস্কার মা তৃপ্তা শর্মা। তাঁর মেয়ে ফিরবে না আর কোনওদিন, তবে স্কুলে শেষ মুহূর্তে তানিস্কার সঙ্গে ঠিক কী হয়েছিল, শুধু সেটুকু জানতে চান। মেয়ের জন্য বিচার চান বলে জানান তৃপ্তা শর্মা।

শুনুন কী বললেন মৃত ছাত্রী তানিস্কার মা তৃপ্তা শর্মা...