Monkey Sparks Cash: একেই বলে বাঁদরামি। উত্তর প্রদেশের হামিরপুর জেলার মাউদাহা শহরে 'বাঁদরামি'র শিকার হলেন এক দোকানদার। এক দুষ্টু বাঁদর স্থানীয় এক দোকানদারের হাত থেকে ১০ হাজার ৮০০ টাকা নগদ নোট ছিনিয়ে নিয়ে পালাল। বাল গোপাল নামের সেই দোকানদার প্রতিদিনের দোকানের শেষে টাকা নিয়ে হিসাব করছিল, তখনই বানরটি হানা দেয়। বাঁদরটি নগদ টাকার বান্ডিল ধরে পাশের একটি গাছের ডালে বসে যায়, তারপর নোটগুলো হাওয়ায় উড়িয়ে দেয়। এতে বাজারের ব্যস্ত চত্বরে এবং পুলিশ স্টেশনের আশেপাশের এলাকা মুহূর্তেই চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকেই নোটগুলি মাটি থেকে তুলতে হুড়োহুড়ি শুরু করেন। বাঁদরটা কখনও ৫০০, কখন ১০০ টাকা গাছ থেকে ছুড়তে থাকে। আর কাঁদো কাঁদো মুখে সেটি দেখতে থাকেন দোকানদার।
নোটগুলো বাতাসে উড়তে দেখে স্থানীয় মানুষ এবং পথচারীরা এগিয়ে এসে নোটগুলি নিতে শুরু করেন। এতে বাজারের এই ব্যস্ত এলাকায় দৌড়ঝাপ, ধাক্কাধাক্কি এবং চরম বিশৃঙ্খলা তৈরি হয়। বহু প্রত্যক্ষদর্শী এই ঘটনাটি ভিডিওটি মোবাইল ক্যামেরায় বন্দি করেন। ভিডিওতে দেখা যায়, মানুষ নোট তুলতে দৌড়ঝাপ করছে, আবার বাঁদরটি গাছের ডালে বসে তার দুষ্টুমি চালাচ্ছে।
দেখুন খবরটি
#Monkey sparks cash mayhem: #UP shopkeeper loses thousands; crowd goes wild for notes https://t.co/BFbQO5Dx6r
— The Times Of India (@timesofindia) September 15, 2025
প্রত্যক্ষদর্শীরা ঘটনাটিকে বাঁদরের"টাকার বৃষ্টি"হিসাবে বর্ণনা করেছেন। কিছু নোট গাছের ডালে আটকে যায়, কিছু নোট বাঁদরটিকে ছিঁড়তে দেখা যায় আর বাকি কিছু নোট উত্তেজিত জনতার নিয়ে পালায়। দোকানদার অসহায় হয়ে জনসাধারণকে অনুরোধ করেছেন, কেউ যদি নোট তুলেন তবে তা ফেরত দিতে। তাতে তেমন সাড়া মেলেনি।