নয়া দিল্লি, ৭ অক্টোবরঃ চার দিনের ভারত সফরে এসেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু (Mohamed Muizzu)। সঙ্গে এসেছেন তাঁর পত্নী সাজিদা মহম্মদ। রবিবার, ৬ অক্টোবর বিকেলে নয়া দিল্লি পৌঁছন মালদ্বীপ নায়ক। এদিন সন্ধ্যায় মুইজ্জুর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। সোম সকালে সস্ত্রীক দিল্লির রাজঘাটে (Rajghat) আসেন মালদ্বীপ প্রেসিডেন্ট। রাজঘাটের দর্শনার্থী তালিকায় স্বাক্ষরও করেন তিনি। এরপর মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মুইজ্জু (Maldives President Mohamed Muizzu)। এদিকে আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন তিনি। ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার ফলে মালদ্বীপের অর্থনৈতিক অবস্থা সংকটজনক। এমতাবস্থায় নয়া দিল্লির সঙ্গে মালদ্বীপের সম্পর্ক পুনঃস্থাপনের জন্যে মোদীর সঙ্গে মুইজ্জুর এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনটাই মনে করছেন কূটনীতিক বিশেষজ্ঞরা।
মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ...
#WATCH | Maldives President Mohamed Muizzu lays a wreath at Rajghat, in Delhi. His wife Sajidha Mohamed is also with him.
(Video: ANI/DD News) pic.twitter.com/sZoU4lYUSW
— ANI (@ANI) October 7, 2024
রাজঘাটের দর্শনার্থী তালিকায় মুইজ্জুর স্বাক্ষর...
#WATCH | Maldives President Mohamed Muizzu signs the visitor's book after laying a wreath at Rajghat, in Delhi. His wife Sajidha Mohamed is also with him. pic.twitter.com/YenyQ9eARS
— ANI (@ANI) October 7, 2024
১০ অক্টোবর পর্যন্ত ভারতে থাকবেন মহম্মদ মুইজ্জু (Mohamed Muizzu)। জানা যাচ্ছে, প্রথা মেনে আগামী ৮ অক্টোবর স্ত্রীকে নিয়ে বিশ্বের সপ্তম আশ্চর্য জিনিসের অন্যতম, তাজমহল (Taj Mahal) দেখতে যাবেন তিনি। তাই ওই দিন দু'ঘণ্টা পর্যটকদের জন্য বন্ধ রাখা হবে তাজমহল। মুইজ্জুকে নিয়ে গত এক দশকে মালদ্বীপের পরপর তিন প্রেসিডেন্ট তাজমহল দর্শন করছেন। এর আগে ২০১৩ সালে মালদ্বীপের তৎকালীন প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিন ভারত সফরে এসে তাজমহল ঘুরে গিয়েছেন। তার পাঁচ বছর পর ২০১৮ সালে প্রেসিডেন্ট ইব্রাহিম মহম্মদ সালিয়াহ সস্ত্রীক এসেছিলেন ভারতে। তাজমহল দেখে গিয়েছিলেন। সেই প্রথা জারি রেখেই এবার মালদ্বীপের নয়া প্রেসিডেন্ট মুইজ্জুও স্ত্রীকে নিয়ে ভারত সফরে এসে তাজমহল দেখতে যাবেন।