গত শুক্রবার পঞ্জাবের মোগা (Moga) জেলায় রোগী সেজে ক্লিনিকে ঢুকে এক চিকিৎসকের ওপর হামলা চালিয়েছিল তিন দুষ্কৃতি। চিকিৎসক অনিল সিং কাম্বোজকে লক্ষ্য করে দুই-তিন রাউন্ড গুলি (Moga Shootout) ছোড়ে অভিযুক্তরা। তারপর তাঁরা ঘটনাস্থল ছেড়ে গা ঢাকা দেয়। ঘটনার পর তড়িঘড়ি চিকিৎসককে ভর্তে করা হয় হাসপাতালে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। এদিকে এই ঘটনার তদন্তে নেমে ফাতেহপুর এলাকায় অভিযুক্তদের খোঁজ পাওয়া যায়। সেখানে তিনজনকে ধরতে গেলে তাঁরা পালানোর চেষ্টা করে। আগ্নেয়াস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা চালায় দুষ্কৃতিরা। পাল্টা আত্মরক্ষার জন্য অভিযুক্তদের লক্ষ্য করে গুলি চালায় পুলিশ।

পরবর্তী হামলার ছক কষছিল অভিযুক্তরা

এই এনকাউন্টার অভিযানে তিনজনের পায়ে গুলি লাগে। তাঁদের গ্রেফতার করে মোগা সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যাচ্ছে, ৪ জুলাই হামলা চালানোর পর ঘটনাস্থল ছেড়ে পালিয়ে গিয়ে পরবর্তী হামলার জন্য প্রস্তুতি নিচ্ছিল অভিযুক্তরা। তবে তাঁরা কোন উদ্দেশ্যে এই চিকিৎসকের ওপর হামলা করেছে, তাঁদের সঙ্গে চিকিৎসকের পুরোনো কোনও শত্রুতা ছিল কিনা, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

অভিনেত্রী তানিয়া বাবা অনিল সিং কাম্বোজ

পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন অনিল সিং এর আগেও প্রাণনাশের হুমকি পাচ্ছিলেন। প্রসঙ্গত, চিকিৎসক অনিল সিং কাম্বোজ পাঞ্জাবের জনপ্রিয় অভিনেত্রী তানিয়া সিং কম্বোজের বাবা। ঘটনার পর তিনি হাসপাতালে গিয়েছিলেন। এবং সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে ভুয়ো খবর যেন না ছড়ানো হয় এবং পরিবারের গোপনীয়তা যেন সংবাদমাধ্যম যেন বজায় রাখা হয়, সেই আর্জি জানান তিনি।