Manipur (Photo Credit: File Photo)

দিন তিনেক আগে শনিবার মণিপুরে দীর্ঘ ৪ মাস বাদে মোবাইল ইন্টারনেটে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং (CM N Virendra Singh)। কিন্তু নতুন করে মণিপুর উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। নিখোঁজ ২ মেইতি পড়ুয়ার দেহের ছবি ভাইরাল হওয়ার পর উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে ফের অশান্তি, হিংসা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। আর তাই কোনও ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি মণিপুরে মোবাইল ইন্টারনেট আগামী রবিবার, রাত ৭টা ৪৫ অবধি বন্ধ করার সিদ্ধান্ত নিল প্রশাসন। আগামী শনিবার পর্যন্ত মণিপুর জুড়ে বন্ধ রাখা হবে মোবাইল ইন্টারনেট পরিষেবা। কোনওভাবেই যাতে অশান্তির খবর, ভুয়ো তথ্য মোবাইলের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে না পড়ে সে কারণেই এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত মণিপুরের সব স্কুলও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এবার প্রকাশ্যে মণিপুর থেকে নিখোঁজ হওয়া দুই ছাত্রের ছবি। গত ৬ জুলাই থেকে নিখোঁজ ছিল মণিপুরের ওই দুই ছাত্র। সম্প্রতি তাঁদের ছবি প্রকাশ্যে আসে। যেখানে ঘাসের উপর বসে থাকতে দেখা যায় দুজনকে। মণিপুরের নিখোঁজ হওয়া ওই ছাত্রের পিছনে দুজন অস্ত্রধারীও চোখে পড়ে। ১৭-র হিজাম লিনথোইঙ্গাম্বি এবং বছর ২০-র ফিজাম হেমজিৎ নামে ওই দুই পড়ুয়ার ছবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে ফের জল্পনা শুরু হয়ে যায় উত্তর-পূর্বের এই রাজ্যে।

দেখুন এক্স

হিজাম লিনথোইঙ্গাম্বি এবং ফিজাম হেমজিৎ নামে ওই দুই ছাত্রকে কীভাবে খুন করা হল, তা প্রকাশ্যে আনা হবে। পাশাপাশি ওই ঘটনার সঙ্গে যারা যুক্ত, তাদের বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা হবে বলেও জানান মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। বিষয়টি নিয়ে মণিপুরের মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকেও বিবৃতি প্রকাশ করা হয়।