নির্বাচনী প্রচারে এসে মিজোরাম নিয়ে স্মৃতিচারনা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। একটি সভায় এসে রাহুল গান্ধী জানান, " মিজোরামে আসাটা আমার কাছে সবসময় আনন্দদায়ক।এটা আমার পুরনো স্মৃতি মনে করায় যখন ১৯৮৬ সালে আমি এখানে এসেছিলাম।মিজোরাম তখন হিংসা থেকে শান্তি ও সম্প্রীতির দিকে যাচ্ছিল।১৯৮৭ সালে আপনারা রাজ্যের মর্যদা পান, তাই এটা অনেক দিনের জার্নি।অবশ্যই এখানে তরুণ প্রজন্ম রয়েছে যারা মিজোরামে কখনই হিংসা দেখেনি।কিন্তু আমি নিশ্চিত যে আগের প্রজন্ম হিংসার পরিণাম কি ছিল তা জানে।"
কিছুদিন আগেই মিজোরাম থেকেই বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। জিএসটি নিয়েও তোপ দাগতে দেখা যায় রাহুল গান্ধীকে। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে একবারও মণিপুরে আসেননি সমস্যার সমাধান করতে সে বিষয়টিও তুলে ধরেন তিনি।
#WATCH | Mizoram: Congress leader Rahul Gandhi says, "It's always a pleasure for me to come to Mizoram, it brings back old memories of mine from when I first came here in 1986. Mizoram was transitioning from violence to peace & harmony. And you got your statehood in 1987 so it's… pic.twitter.com/AnOOXVhJJ4
— ANI (@ANI) October 17, 2023