তামিলনাড়ুতে (Tamil Nadu) রহস্যজনকভাবে মৃত্যু এক তরুণীর। শনিবার গভীর রাতে শ্রীনিবাসপুরমের ত্রিচি এলাকার একটি জঙ্গলের মধ্যে উদ্ধার হল তাঁর দ্বগ্ধ মৃতদেহ। দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। দেহে কোনও আঘাতের চিহ্ন ছিল কিনা, সেই বিষয়ে এখনও কিছুই জানায়নি পুলিশ। ঘটনাস্থল ঘিরে নমুনা সংগ্রহ করছে ফরেন্সিক বিভাগের আধিকারিকরা। সেই সঙ্গে এলাকার সিসিটিভি ক্যামেরা দেখে ঘটনাটি বিস্তারিতভাবে জানার চেষ্টা করছে তদন্তকারীরায।

ইন্টারভিউ দিতে বেরিয়েছিলেন তরুণী

পুলিশসূত্রে খবর, মৃত তরুণীর নাম মীরা জসমিন (২২)। গত বৃহস্পতিবার একটি বেসরকারি সংস্থায় ইন্টারভিউ দিতে বেরিয়েছিলেন সে। তারপর থেকেই নিখোঁজ ছিল সে। ২দিন পরেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজনেরা উদ্বিগ্ন হয়ে থানায় মিসিং ডায়েরি করে। তারপরকই তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। অবশেষে মোবাইল সিগনাল ট্রেক করে শনিবার রাতে বাড়ি থেকে কিছুটা দূরে একটি জঙ্গল থেকে উদ্ধার হয় তরুণীর দেহ।

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, যুবতীকে থুন করা হয়েছে। তবে কে বা কারা করেছে তা এখনও স্পষ্ট নয়। এমনকী তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে কিনা, সেটাও পুলিশ এখন নিশ্চিত করে বলতে পারছে না। এদিকে তাঁর সঙ্গে কারোর ঝামেলা বা ব্যক্তিগত ছিল কিনা, সেটাও খতিয়ে দেখছে পুলিশ।