নয়াদিল্লিঃ এবার মিরাটের (Meerut) সৌরভ রাজপুত কাণ্ডের (Saurabh Rajput Murder Case) ছায়া মধ্যপ্রদেশে (Madhya Pradesh)। প্রেমিকের সাহায্য নিয়ে স্বামীকে কুপিয়ে খুন নাবালিকা স্ত্রীর। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বুরহানপুরে। খুনের ঘটনায় অভিযুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, মৃতের নাম রাহুল কুমার ওরফে রাজেন্দ্র পাণ্ডে। বয়স ২৫। মধ্যপ্রদেশের বুরহানপুরের শাহপুর এলাকার বাসিন্দা ছিলেন রাহুল। মাত্র চার মাস আগে ওই এলাকারই এক নাবালিকার সঙ্গে বিয়ে হয় তাঁর। আর ঠিক তার চার মাস পর স্ত্রীয়ের হাতেই খুন হতে হল রাহুলকে।
স্বামীকে কুপিয়ে খুন নাবালিকার
পুলিশ জানিয়েছে, বুধবার স্ত্রীকে সঙ্গে নিয়েই বাজারে গিয়েছিলেন রাহুল। ফেরার পথে বুরহানপুর আইটিআই কলেজের কাছে একটি ঝোপের ধারে ইচ্ছে করে নিজের জুতো ফেলে দেয় স্ত্রী। জুতো আনতে বাইক থামান রাহুল। আর এরপরই ললিত নামে এক যুবক রাহুলকে মারধর শুরু করে। বিয়ারের বোতল দিয়ে রাহুলের মাথায় আঘাত করে তাঁর স্ত্রী। ঝোপের মধ্যে নিয়ে গিয়ে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয় রাহুলকে। ওই যুবকের শরীরে ৩৬ টি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। গোটা ঘটনা ঘটানোর পর নিজের প্রেমিক যুবরাজকে ভিডিয়ো কল করে সবটা দেখায় অভিযুক্ত স্ত্রী। স্থানীয় সূত্রে খবর, যুবরাজ নামে ওই যুবকের সঙ্গেই বিগত এক বছর ধরে সম্পর্কে ছিল রাহুলের স্ত্রী। পুলিশ সূত্রে খবর, স্বামীকে খুন করে নিজের প্রেমিক ও দুই সহযোগীর সঙ্গে ট্রেনে চেপে ইন্দোর পালিয়ে যায় নাবালিকা স্ত্রী। সেখান থেকেই ওই চারজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশি জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করে নেয় অভিযুক্তরা। পুলিশ সূত্রে খবর, প্রেমিক যুবরাজের বুদ্ধিতেই গোটা ঘটনাটি ঘটায় ওই নাবালিকা। পরিকল্পনা মাফিক স্বামীকে খুন করে গা ঢাকা দেয় সে। বুধবার ওই চার অভিযুক্তকে আদালতে পেশ করা হয় বলে খবর।
প্রেমিকের সাহায্য নিয়ে স্বামীকে কুপিয়ে খুন নাবালিকা স্ত্রীর
‘Kaam Ho Gaya Hai’: Minor Wife Kills Husband in Burhanpur, Shows Dead Body to Lover on Video Call; Victim Stabbed 36 Times https://t.co/6oY3d0y6ns#Burhanpur #Crime #Murder #MadhyaPradesh
— LatestLY (@latestly) April 17, 2025