Rape Representational Image (Photo Credit: File photo)

নয়াদিল্লিঃ খোদ রাজধানীর (Capital) বুকে যৌন হেনস্থার (Sexual Assault) মৃত্যু নাবালিকার। ঘটনাটি ঘটেছে গতকাল অর্থাৎ ৭ জুন। এদিন রাত ৮.৪১ নাগাদ দিল্লির দয়ালাপুর থানায় একটি ফোন আসে। জানা যায়, ওই এলাকার রাস্তার ধারে এক নাবালিকাকে অচৈতন্য অবস্থায় পাওয়া গিয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দয়ালপুর থানার পুলিশ। নাবালিকাকে উদ্ধার কওরে দিল্লির জেপিসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই পরে মৃত্যু হয় ওই নাবালিকার। তাকে পরীক্ষা করে চিকিৎসকেরা জানান, শরীরে একাধিক ক্ষতের চিহ্ন মিলেহে। রক্তাক্ত যৌনাঙ্গ। শারীরিক অত্যাচারের শিকার ওই নাবালিকা এমনটাই প্রাথমিকভাবে অনুমান।

দিল্লিতে যৌন হেনস্থার ঘটনা, মৃত্যু নাবালিকার

ইতিমধ্যেই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে সবটা পরিস্কার হবে। অন্যদিকে পকসো আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই নাবালিকার পরিচয় জানার চেষ্টা চলছে। খতিয়ে দেখা হচ্ছে ওই এলাকার সিসিটিভি ফুটেজ। ওই এলাকাতেই যৌন হেনস্থার শিকার হয় ওই নাবালিকা নাকি অন্য কোনও জায়গা থেকে এনে ওই রাস্তায় তাকে ফেলে রেখে যাওয়া হয় তাও খুঁজে বের করার চেষ্টাআ করছে দয়ালপুর থানার পুলিশ।

 

রাজধানীর বুকে যৌন হেনস্থার শিকার, হাসপাতালে মৃত্যু নাবালিকার