Books (Photo Credits: Flickr)

নতুন দিল্লি, ২৯ জুলাই: নাম বদলে গেল মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের (Ministry of Human Resource Development) নাম। এ বার থেকে এই মন্ত্রকের নাম হয়ে গেল শিক্ষা মন্ত্রক (Ministry of Education)। বুধবার মন্ত্রকের নাম বদলানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ১৯৮৫ সালের সেপ্টেম্বরে রাজীব গান্ধি প্রধানমন্ত্রী থাকাকালীন এই মন্ত্রকের নাম মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক করা হয়েছিল। পাশাপাশি আজ নতুন জাতীয় শিক্ষানীতিতেও সবুজ সঙ্কেত দিয়েছে মন্ত্রিসভা। এসেছে বেশ কয়েকটি রদবদল।

ইসরোর প্রাক্তন প্রধান কে কস্তুরিরঙ্গনের নেতৃত্বে একদল বিশেষজ্ঞ প্রথমে প্রস্তাব দিয়েছিলেন যে মন্ত্রকের নাম আবারও পরিবর্তন করা উচিত। আরএসএসের সহযোগী সংগঠনগুলিরও এটি দাবি ছিল, যারা আগে দাবি করেছিলেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধি কয়েকজনের পরামর্শে বিভ্রান্ত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছিলেন। সূত্র জানিয়েছে, শিক্ষা ও জ্ঞানার্জনের উন্নতিতে মন্ত্রকের নাম পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়। আরও পড়ুন: COVID-19 Drug 'Favivir': করোনা রোগীর চিকৎসায় হেটেরোর ট্যাবলেট ‘ফ্যাভিভির’, দাম ৫৯ টাকা

এ দিন নতুন জাতীয় শিক্ষানীতিতেও সবুজ সঙ্কেত দিয়েছে মন্ত্রিসভা। নতুন জাতীয় শিক্ষানীতিতে বিদ্যমান শিক্ষানীতিতে বদলে যাবে। ১৯৮৬ সালে জাতীয় শিক্ষানীতি প্রণীত হয়েছিল এবং সর্বশেষ ১৯২ সালে সংশোধিত হয়েছিল। নতুন শিক্ষানীতিতে ৩ থেকে ১৮ বছর বয়সী ছেলে-মেয়েদের শিক্ষার অধিকার আইনের অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া স্কুলের পাঠ্যক্রমের বিষয়বস্তুর বোঝা হ্রাস করার চেষ্টা করা হয়েছে।

কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘‘এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, গত ৩৪ বছরে শিক্ষানীতিতে কোনও পরিবর্তন হয়নি। আশা করি, দেশবাসী এবং বিশ্বের তাবড় শিক্ষাবিদ এই শিক্ষানীতির প্রশংসা করবেন।’’