নয়াদিল্লি: বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত ডিজিটাল আইডি (most trusted digital ID) হল আধার (Aadhaar)। সোমবার এমনটাই দাবি করা হল ভারতীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের (Ministry of Electronics & IT) তরফে। এই সংক্রান্ত বিতর্কের অবসান ঘটিয়ে মুডির ইনভেস্টার সার্ভিসের (Moody’s Investors Service) চিন্তাভাবনা ভিত্তিহীন (baseless) বলেও দাবি করেছে তারা।
তাঁদের বিজ্ঞপ্তি অনুযায়ী, একটি নির্দিষ্ট বিনিয়োগকারী পরিষেবা, কোনও প্রমাণ বা ভিত্তি উদ্ধৃত না করেই, আধার, বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত ডিজিটাল আইডির বিরুদ্ধে সুস্পষ্ট দাবি করেছে৷ গত এক দশকে, এক বিলিয়নেরও বেশি ভারতীয় 100 বিলিয়ন বার নিজেদের প্রমাণীকরণের জন্য এটি ব্যবহার করে আধারের উপর তাদের আস্থা প্রকাশ করেছে। একটি পরিচয় ব্যবস্থায় এই ধরনের অভূতপূর্ব আস্থার ভোটকে উপেক্ষা করার অর্থ হল ব্যবহারকারীরা বুঝতে পারছেন না তাদের নিজেদের স্বার্থ কী। আরও পড়ুন: Indo-Pacific Armies Chiefs Conference 2023: দিল্লিতে আসা বিভিন্ন দেশের সেনাপ্রধানদের সঙ্গে সাক্ষাৎ ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডের, দেখুন ছবি
Aadhaar, the most trusted digital ID in the world — Moody’s Investors Service opinions baseless. A certain investor service has, without citing any evidence or basis, made sweeping assertions against Aadhaar, the most trusted digital ID in the world. Over the last decade, over a… pic.twitter.com/mRY0uRTk3V
— ANI (@ANI) September 25, 2023