Photo Credits: Indian army

নয়াদিল্লি: দিল্লিতে (Delhi) শুরু হতে চলেছে ২০২৩ সালের ইন্দো-স্পেসিফিক সেনাপ্রধানদের সম্মেলন (Indo-Pacific Armies Chiefs Conference 2023)। সেই উপলক্ষে সোমবার সন্ধ্যাতেই ভারতের রাজধানীতে এসেছেন সম্মেলনের প্রতিনিধি দেশগুলির সেনাপ্রধানরা। তাঁদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে (Indian Army chief Gen Manoj Pande)।

আলাদা আলাদা ভাবে কথা বললেন জাপানের জেনারেল মরিশিতা ইয়াসুনোরি (Gen Morishita Yasunori of Japan), অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর জেনারেল সাইমন স্টুয়ার্ট (Gen Simon Stuart, Australian Army), মার্কিন সেনাপ্রধান জেনারেল রান্ডি জর্জ (US Army chief Gen Randy George), ভিয়েতনাম পিপলস আর্মির ডি চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মগুয়েন ডোয়ান আনহ (Vietnam Peoples’ Army’s Dy Chief of General Staff Lt Gen Mguyen Doan Anh) এবং কেনিয়ার কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল পিটার এমবোগো নজিরু (Lt Gen Peter Mbogo Njiru, Commander, Kenyan Army)-র সঙ্গে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধির জন্য কৌশলগত ও গঠনমূলক অংশীদারিত্বের বিষয়ে আলোচনাও হয়েছে বলে ভারতীয় সেনা সূত্রে জানা গেছে। আরও পড়ুন: Latehar Fire: ঝাড়খণ্ডে রেললাইন তৈরির কারখানায় আগুন লাগাল মাওবাদীরা, লাতেহারের ভিডিয়ো