Minimum Age For Marriage Of Women: মহিলাদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ থেকে বেড়ে হবে ২১, প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
Representational image | (Photo Credits: Unsplash)

নতুন দিল্লি, ১৬ ডিসেম্বর: মহিলাদের বিয়ের ন্যূনতম বয়স (Minimum Age For Marriage Of Women) ১৮ থেকে বেড়ে ২১ করা হতে পারে। মহিলাদের বিয়ের বয়স ২১ করার জন্য একটি প্রস্তাবে বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা (Union Cabinet) অনুমোদন দিয়েছে। গত বছর স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) এই প্রস্তাবের কথা উল্লেখ করেছিলেন। গতকাল সেই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। গত বছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, "কন্যা ও বোনেদের স্বাস্থ্য নিয়ে এই সরকার প্রতিনিয়ত উদ্বিগ্ন। কন্যাদের অপুষ্টির হাত থেকে বাঁচাতে হলে তাঁদের সঠিক বয়সে বিয়ে করা প্রয়োজন।"

বর্তমানে, পুরুষদের জন্য বিয়ের সর্বনিম্ন বয়স ২১, কিন্তু মহিলাদের জন্য এই বয়স ১৮। মহিলাদের বিয়ের বয়স বাড়ানোর জন্য সরকার বাল্যবিবাহ নিষেধাজ্ঞা আইন, বিশেষ বিবাহ আইন এবং হিন্দু বিবাহ আইনে সংশোধনী আনতে পারে। আরও পড়ুন: Coronavirus Cases In India: নতুন সংক্রামিত ৭,৯৭৪ জন, দেশে ২৪ ঘণ্টায় করোনার বলি ৩৪৩

জয়া জেটলির নেতৃত্বে নীতি আয়োগের টাস্ক ফোর্স প্রস্তাবটিকে সমর্থন করেছে। গত বছরের জুনে এই টাস্ক ফোর্স গঠন করা হয়। এর সদস্যদের মধ্যে ছিলেন স্বাস্থ্য, মহিলা ও শিশু উন্নয়ন, আইন মন্ত্রকের ঊর্ধ্বতন আধিকারিকরা। ছিলেন নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ভিকে পল। প্রস্তাবের সুপারিশগুলি ডিসেম্বরে জমা দেওয়া হয়েছিল। টাস্ক ফোর্স মহিলাদের বিয়ের বয়স কমপক্ষে ২১ বছর করার পক্ষে মত দেয়।