নতুন দিল্লি, ১৬ ডিসেম্বর: ফের বাড়ল দৈনিক সংক্রমণ। বুধবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত (Coronavirus Cases In India) হলেন ৭ হাজার ৯৭৪ জন। এদিন সুস্থতার হার সংক্রামিতর তুলনায় অনেকটাই কম। গতকাল করোনাকে হারিয়ে বাড়িতে ফিরেছেন ৭ হাজার ৯৪৮ জন। একই দিনে দেশে কোভিডের বলি ৩৪৩ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেস ৪৭ হাজার ২৪৫ টি। এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৪১ লাখ ৫৪ হাজার ৮৭৯ জন। দেশে করোনার মৃত্যুমিছিলে শামিল ৪ লাখ ৭৬ হাজার ৪৭৮ জন। এখনও পর্যন্ত টিকাকরণের আওতায় এসেছেন ১৩৫ কোটি ২৫ লাখ ৩৬ হাজার ৯৮৬ জন।আরও পড়ুন- Abhishek Banerjee Slams BJP: অমিত শাহর জন্য ১ মিনিট নীরবতা পালন হোক, দুর্গাপুজোর হেরিটেজ স্বীকৃতিতে বিজেপিকে তুলোধনা অভিষেকের
করোনার দৈনিক পরিসংখ্যান
India reports 7,974 new #COVID19 cases, 7,948 recoveries, and 343 deaths in the last 24 hours.
Active cases: 87,245
Total recoveries: 3,41,54,879
Death toll: 4,76,478
Total Vaccination: 1,35,25,36,986 pic.twitter.com/ZfVAKcK6dN
— ANI (@ANI) December 16, 2021
বিশ্বজুড়ে হু হু করে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। এই মুহূর্তে দেশেও থাবা বসিয়েছে করোনার নতুন প্রজাতি।পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে মিলেছে ওমিক্রন আক্রান্ত। বছর ১৪-র এক কিশোরের শরীরে থাবা বসিয়েছে ওমিক্রন। সম্প্রতি আবুধাবি থেকে পরিবারের সঙ্গে দেশে ফেরে ওই কিশোর।