Coronavirus (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ১৬ ডিসেম্বর: ফের বাড়ল দৈনিক সংক্রমণ। বুধবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত  (Coronavirus Cases In India) হলেন ৭ হাজার ৯৭৪ জন। এদিন সুস্থতার হার সংক্রামিতর তুলনায় অনেকটাই কম। গতকাল করোনাকে হারিয়ে বাড়িতে ফিরেছেন ৭ হাজার ৯৪৮ জন। একই দিনে দেশে কোভিডের বলি ৩৪৩ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেস ৪৭ হাজার ২৪৫ টি। এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৪১ লাখ ৫৪ হাজার ৮৭৯ জন। দেশে করোনার মৃত্যুমিছিলে শামিল ৪ লাখ ৭৬ হাজার ৪৭৮ জন। এখনও পর্যন্ত টিকাকরণের আওতায় এসেছেন ১৩৫ কোটি ২৫ লাখ ৩৬ হাজার ৯৮৬ জন।আরও পড়ুন- Abhishek Banerjee Slams BJP: অমিত শাহর জন্য ১ মিনিট নীরবতা পালন হোক, দুর্গাপুজোর হেরিটেজ স্বীকৃতিতে বিজেপিকে তুলোধনা অভিষেকের

করোনার দৈনিক পরিসংখ্যান

বিশ্বজুড়ে হু হু করে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। এই মুহূর্তে দেশেও থাবা বসিয়েছে করোনার নতুন প্রজাতি।পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে মিলেছে ওমিক্রন আক্রান্ত। বছর ১৪-র এক কিশোরের শরীরে থাবা বসিয়েছে ওমিক্রন। সম্প্রতি আবুধাবি থেকে পরিবারের সঙ্গে দেশে ফেরে ওই কিশোর।