
নয়াদিল্লিঃ মানসিক ভারসাম্যহীন তরুনীকে লাগাতার গণধর্ষণ (Gang Rape)। অভিযোগের তীর বাবা ও তার নাবালক ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের (Hyderabad)জওহরনগরে। নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ। তদন্ত চলছে। জানা গিয়েছে, নির্যাতিতার বয়স ২০ থেকে ৩০-এর মধ্যে। মানসিকভাবে ভারসাম্যহীন তিনি। মায়ের সঙ্গে বাড়িতেই থাকেন। অভিযুক্তরা তাঁদের প্রতিবেশী। পাশাপাশি থাকায় দুই পরিবারের মধ্যে সুসম্পর্ক ছিল। সেই সুবাদেই দুই বাড়িতে আসা যাওয়া লেগে থাকত। আরও পড়ুনঃ 'খুন হয়ে যেতে পারি' প্রাণের ভয়ে সন্তান-সহ স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী
মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল দুই প্রতিবেশীর বিরুদ্ধে
আর সেই সুযোগেই মানসিক ভারসাম্যহীন যুবতীর উপর শারীরিক অত্যাচার করা হত। বাড়ি ফাঁকা থাকলেই তরুণীকে নিজের বাড়িতে নিয়ে আসত অভিযুক্ত। এরপর নাবালক ছেলের সঙ্গে মিলে ওই তরুণীকে ধর্ষণ করত সে। পাছে সব জানাজানি হয়ে যায় তাই, তরুণীকে নানারকম ভাবে ভয় দেখাত অভিযুক্তরা। ভয়ে অনেকদিন পর্যন্ত সব মুখ বুঝে সহ্য করেন ওই তরুণী। পরে মায়ের কাছে সবটা জানান তিনি। এরপরই পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতার মা। অভিযুক্তদের বিরুদ্ধে জওহর নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। রেকর্ড করা হয় নির্যাতিতার বয়ান। এরপরই অভিযুক্ত বাবা-ছেলেকে গ্রেফতার করে পুলিশ।
বাবা ছেলে মিলে মানসিক ভারসাম্যহীন তরুণীকে লাগাতার গণধর্ষণ, গ্রেফতার দুই প্রতিবেশী
Hyderabad Horror: Mentally Challenged Woman ‘Raped and Impregnated’ by Neighbour, Minor#Hyderabad #CrimeNews
— LatestLY (@latestly) May 28, 2025
Read: https://t.co/NN4HRBPvg3
— LatestLY (@latestly) May 28, 2025