সন্তান-সহ স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী (ছবিঃX)

নয়াদিল্লিঃ উত্তরপ্রদেশের (Uttar Pradesh)মিরাটের (Meerut) সৌরভ রাজপুত হত্যাকাণ্ড (Saurabh Rajput Murder Case) এককথায় নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে নৃশংসভাবে খুন করে স্ত্রী। এই ঘটনা বহু বিবাহিত পুরুষদের মনে আতঙ্কের সৃষ্টি করেছিল। এবার ফের সেই আতঙ্কে স্ত্রীকে তাঁর প্রেমিকের হাতে তুলে দিলেন এক ব্যক্তি। পঞ্চায়েতের সামনে তিন সন্তান-সহ স্ত্রীকে অন্য এক যুবকের হাতে তুলে দেন তিনি।

আতঙ্কে স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিতে বাধ্য হলেন স্বামী

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখিমপুর খেড়িতে। ওই ব্যক্তির নাম গুরনাম সিং। বয়স ৪২। বেশকিছু বছর আগে রাজেন্দ্র কৌর নামে এক মহিলার সঙ্গে বিয়ে হয় তাঁর। তাঁদের তিন সন্তানও রয়েছে। সবকিছু ঠিকঠাকই চলছিল এর মাঝে সৎনাম সিং নামে এক যুবকের প্রেমে পড়েন রাজেন্দ্র। পরকীয়ায় জড়িয়ে পড়েন গুরনামের স্ত্রী। সবটা জানতে পারেন গুরনাম। সব ভুলে স্ত্রীকে ফেরাতে চাইলেও রাজি হননি তিনি। দিনে দিনে স্বামী স্ত্রীর সম্পর্কে আরও দূরত্ব বাড়তে থাকে। এরপরই স্ত্রীকে তাঁর প্রেমিকের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। পঞ্চায়েতের সামনে স্ত্রী ও তিন সন্তানকে সৎনামের হাতে তুলে দেন। পঞ্চায়েতে দাঁড়িয়ে গুরনাম বলেন, "আমি খুন হয়ে যেতে পারি। এই ধরনের অনেক কেস দেখেছি। তাই এই সিদ্ধান্ত। আমি আমার স্ত্রী এবং সন্তানদের দায়িত্ব নিতে চেয়েছিলাম কিন্তু আমার স্ত্রী আমার সঙ্গে সংসার করতে চায় না। তাই আমার এই সিদ্ধান্ত।"

প্রাণের ভয়ে সন্তান-সহ স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী