
কলকাতাঃ এবার জেলের ভিতরে মানসিক ভারসাম্যহীন মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল কারাগারের (Jail) দুই নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে অসমের (Assam) শ্রীভূমি জেলার করিমগঞ্জের একটি কারাগারে। ইতিমধ্যেই গ্রেফতার দুই নিরাপত্তারক্ষী। অভিযোগ, শনিবার দুপুরে, মানসিক ভারসাম্যহীন মহিলাকে রাস্তা থেকে জেলের ভিতরে নিয়ে গিয়ে তাঁর উপর নির্যাতন চালায় ওই দুই নিরাপত্তারক্ষী। অভিযুক্তদের নাম হরেশ্বর কালিটা এবং গজেন্দ্র কালিটা। হরেশ্বর কালিটা গুয়াহাটির পাঞ্জাবাড়ির বাসিন্দা। আর গজেন্দ্র কালিটার বাড়ি বোরাগাঁও এলাকায়। দু'জনের বয়স ৪৫ থেকে ৫০ বছরের মধ্যে। দ্রুত এই দুই অভিযুক্তকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।
অসমে গণধর্ষণের শিকার মানসিক ভারসাম্যহীন মহিলা
জানা গিয়েছে, এদিন রাস্তা থেকে মানসিক ভারসাম্যহীন মহিলাকে টেনে হিঁচড়ে জেলের ভিতিরে নিয়ে আসে দুই অভিযুক্ত। এরপর জেলের নির্জন জায়গায় তাঁর উপর নির্যাতন চালাচ্ছিল তারা। তাদের কীর্তি হাতেনাতে ধরে ফেলেন দুই কারারক্ষী। এরপরই তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় শ্রীভূমির অতিরিক্ত পুলিশ সুপার প্রণবজ্যোতি কলিতা বলেন, ‘‘খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছিল পুলিশের একটি দল। এই ঘটনায় জড়িত থাকার অপরাধে এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। মানসিক ভাবে প্রতিবন্ধী ওই নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।" তিনি আরও বলেন, " প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সেই সময় রাস্তায় একা নির্যাতিতা। সেই সুযোগেই তাঁকে জোর করে জেলের ভিতর টেনে নিয়ে গিয়েছিল অভিযুক্তরা।"
মানসিক ভারসাম্যহীন মহিলাকে জেলের ভিতর গণধর্ষণ, গ্রেফতার ২ নিরাপত্তারক্ষী
Mentally Challenged Woman Dragged Off Street, Gang-Raped By Prison Guards In Assam https://t.co/qplo9hx3EZ pic.twitter.com/7o1JzSk5sM
— NDTV (@ndtv) May 24, 2025