Sonam Raghuwanshi, Raja Raghuwanshi's Last Footage (Photo Credit: Instagram)

দিল্লি, ১৬ জুন: হানিমুনে গিয়ে রাজা রঘুবংশীকে (Raja Raghuwanshi) খুন করেছে সোনম (Sonam Raghuwanshi)। বিয়ের পর রাজার সঙ্গে মেঘালয়ে হানিমুনে (Meghalaya Murder) গিয়ে সদ্য বিবাহিত স্বামীকে মেরে দেয় ইন্দোরের তরুণী (Indore Couple)। যে ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা দেশ জুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। রাজা এবং সোনমের খোঁজ যখন মিলছিল না, সেই সময় ড্রোনের মাধ্যমে তাঁদের তল্লাশি শুরু করে মেঘালয় পুলিশ। এরপর ড্রোনের মাধ্যমে খুঁজে উদ্ধার হয় রাজার দেহ। রাজা রঘুবংশীর দেহ উদ্ধার করা হলেও, সোনমের কোনও খোঁজ মেলেনি। অবশেষে সোনমকে উত্তরপ্রদেশ থেকে পাকড়াও করা হয়। সোনমকে পাকড়াও করার পর জানা যায়, ভাড়াটে গুন্ডা দিয়ে রাজাকে খুন করানো হয়।

সোনম এবং তার প্রেমিক রাজ কুশওয়াকে গ্রেফতার করার পর একের পর এক সত্যি সামনে আসছে। যেখানে ়সোনম অন্য কারও সঙ্গে পালানোর পরিকল্পনা করেছিল রাজকে বোড়ে হিসেবে ব্যবহার করে। এমন তথ্যও সামনে আসে। যার তদন্ত করছে পুলিশ।

আরও পড়ুন: Sonam Raghuwanshi-Raja Raghuwanshi: রাজা রঘুবংশীর খুনের ঘটনায় নয়া নাম জিতেন্দ্র, কে এই ব্যক্তি? যার নামে ইউপিআই খুলে লক্ষ লক্ষ টাকা তোলে সোনম

দেখুন সোনম রঘুবংশী এবং রাজা রঘুবংশীর একসঙ্গে থাকার শেষ ভিডিয়ো...

 

View this post on Instagram

 

এসবের মাঝে এবাার সোনম এবং রাজের সম্ভবত শেষ ভিডিয়ো প্রকাশ্যে এল। যেখানে হানিমুনে যাওয়ার পর পাহাড় চড়তে দেখা যায় রাজ কুশওয়া এবং সোনম রঘুবংশীকে। লাঠি হাতে সোনমকে যখন ট্রেক করতে দেখা যায়, সেই সময় রাজা রঘুবংশী স্ত্রীর পিছনে ছিলেন। কাধে ব্যাগ এবং জলের বোতল হাতে নিয়ে তাঁদের পাহাড়ে চড়তে দেখা যায়। এক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাজ কুশওয়া এবং সোনম রঘুবংশীর সেই শেষ ভিডিয়ো প্রকাশ্যে আসে। যা প্রকাশ্যে আসার পর ফের তোলপাড় শুরু হয়েছে।