
দিল্লি, ১২ জুন: মেঘালয়ে (Meghalaya Murder) বেড়াতে গিয়ে খুন হন রাজা রঘুবংশী (Raja Raghuwanshi)। ইন্দোরের (Indore Couple) তরুণ রাজা রঘুবংশীর খুনের ঘটনায় প্রতিদিন নতুন নতুন মোড় সামনে আসতে শুরু করেছে। সোনম (Sonam Raghuwanshi) কেন রাজাকে খুন করল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। এবার রাজা রঘুবংশীর খুনের ঘটনায় সামনে এল জিতেন্দ্র রঘুবংশীর (Jitendra Raghuwanshi) নাম। কে এই জিতেন্দ্র রঘুবংশী, যার নাম উঠতেই এই ঘটনা অন্যদিকে ঘুরতে শুরু করেছে।
কে এই জিতেন্দ্র রঘুবংশী?
জিতেন্দ্র রঘুবংশী হল সেই ব্যক্তি, যার অ্যাকাউন্ট ব্যবহার করেছিল সোনম। শুধু তাই নয়, এই জিতেন্দ্র রঘুবংশীর অ্যাকাউন্ট ব্যবহার করে সোনম রঘুবংশী ভাড়াটে গুন্ডাদের টাকা দেয়। সোনমের দাদা গোবিন্দকে যখন জিজ্ঞাসা করা হয় জিতেন্দ্র রঘুবংশীর বিষয়, তখন অদ্ভুদ এক তথ্য প্রকাশ্যে আসে। গোবিন্দ জানান, জিতেন্দ্র রঘুবংশী তাঁদের তুতো ভাই। পুলিশ সূত্রে খবর, সোনম রঘুবংশীর ইউপিআই অ্যাকাউন্ট খোলা হল জিতেন্দ্র রঘুবংশীর নামে। কেন জিতেন্দ্র রঘুবংশীর নাম করে সোনম ইউপিআই অ্যাকাউন্ট খোলে, সে বিষয়ে কোনও উত্তর গোবিন্দের মুখে শোনা যায়নি।
জিতেন্দ্র রঘুবংশীর নাম এই ঘটনায় উঠে আসতেই সূত্রের মাধ্যমে বেশ কিছু খবর প্রকাশ্যে আসছে। যেখানে জানা যায়, সোনম হয়ত হাওয়ালার মাধ্যমে টাকা নিয়ে এসে ভাড়াটে খুনিদের হাতে তুলে দেয় রাজাকে খুনের জন্য। অথবা জিতেন্দ্র রঘুবংশীর নাম করে সোনম নিজেদের পারিবারিক ব্যবসা থেকে টাকা নিয়ে এসে ভাড়া করা গুন্ডাদের দেয়।
যদিও গোবিন্দ ওই অভিযোগ অস্বীকার করেন। তাঁর দাবি, জিতেন্দ্র তাঁদের পারিবারিক ব্যবসায় একজন কর্মচারি হিসেবে রয়েছে। পারিবারিক ব্যবসায় জিতেন্দ্রর নাম কর্মচারি হিসেবে সংযুক্ত বলে দাবি করেন গোবিন্দ। সেই সঙ্গে হাওয়ালার সঙ্গে তাঁদের কোনও যোগ নেই। এসব মিথ্যে গুজব রটানো হচ্ছে বলে দাবি সোনমের দাদার। জিতেন্দ্র তাঁর মামার ছেলে। যে তাঁদের পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত এবং গোডাউনে জিনিসপত্র ওঠানো, নামানোর কাজ দেখাশোনা করেন। যা নিয়ে ইতিমধ্যেই জোর কদমে চর্চা শুরু হয়েছে।
অন্যদিকে রাজা রঘুবংশীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন গোবিন্দ। রাজার মাকে জড়িয়ে কান্নাকাটি করতে দেখা যায় সোনমের দাদাকে। পাশাপাশি তাঁর বোনের যাতে ফাঁসি হয়, সেই দাবিও শোনা যায় গোবিন্দের মুখে। সবকিছু মিলিয়ে রাজা রঘুবংশীর খুনের ঘটনায় একের পর এক তথ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে।