
ইন্দোর, ১১ জুন: যত সময় গড়াচ্ছে, তত প্রকাশ্যে আসছে সোনম রঘুবংশীর (Sonam Raghuwanshi) বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক তথ্য। রিপোর্টে প্রকাশ, সোনম রঘুবংশী রাজাকে জোর করেছিলেন, অসমের কামাখ্যা মন্দিরে যাওয়ার জন্য। অসমের (Assam) কামাখ্যা মন্দিরে যাওয়ার পরই সোনম রাজাকে বিয়ে করবে বলে জানায়। রাজা রঘুবংশীকে যেহেতু পছন্দ করত না সোনম, তাই তাঁকে অসমে নিয়ে গিয়ে কোনও পরিকল্পনা ইন্দোরের তরুণীর ছিল কি না, তা নিয়ে উঠতে শুরু করে প্রশ্ন। প্রসঙ্গত দাদার দোকানে কর্মরত রাজ কুশওয়ার (Raj Kushwaha) সঙ্গে সম্পর্কে জড়ায় সোনম। তাই রাজের সঙ্গে সে সংসার করতে চাইত। তবে কি পরিবারের চাপেই রাজা রঘুবংশীকে (Raja Raghuwanshi) বিয়ে সিদ্ধান্ত নেয় সোনম, এমন প্রশ্নও উঠছে।
রাজা রঘুবংশী খুনের তদন্তকারী অফিসার সংবাদ সংস্থা পিটিআইকে জানান, সোনম রাজাকে জোর করে কামাখ্যা মন্দিরে নিয়ে যাওয়ার জন্য। কামাখ্যা মন্দিরে গিয়ে রাজাকে খুনের কোনও পরিকল্পনা সোনম করেছিল কি না, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
গত ১১ মে রাজা রঘুবংশীর সঙ্গে বিয়ে হয় সোনমের। বিয়ের ৩ দিন পর থেকেই রাজাকে খুনের পরিকল্পনা শুরু করে সোনম। খুনের পরিকল্পনার মাঝেই রাজাকে নিয়ে সোনম পাড়ি দেয় মেঘালয়ে (Meghalaya Murder) ২৯ মে। তারপর হঠাৎ করেই রাজা রঘুবংশী নিখোঁজ হয়ে যান। ২ জুন থেকে রাজা রঘুবংশী নিখোঁজ হওয়ার পর সম্প্রতি তাঁর দেহ উদ্ধার হয়। রাজার দেহ উদ্ধার হলেও সোনমের খোঁজ মিলছিল না। অবশেষে সোমবার সোনমকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ।