Red Fort (Photo Credit: X@ANI)

নয়াদিল্লিঃ দিল্লির লালকেল্লায় (Red Fort)বড়সড় চুরি। হাইসিকিওরিটি জ়োন থেকে খোয়া গেল প্রায় ১.৫ কোটি টাকা সোনার জিনিস। জানা গিয়েছে, এদিন লালকেল্লায় জৈনদের একটি বিশেষ অনুষ্ঠান চলাকালীন এই ঘটনা ঘটে। সেই অনুষ্ঠানে ছদ্মবেশে ঢুকে চুরি করে পালায় চোর, এমনটাই প্রাথমিক তদন্তে অনুমান।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বুধবার। এদিন লালকেল্লায় জৈনদের একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান চলাকালীন যখন একদিকে বিশিষ্ট ব্যক্তিদের স্বাগত জানাতে ব্যস্ত আয়োজকরা তখন অন্যদিক থেকে বহুমূল্যের জিনিস নিয়ে চম্পট দেয় চোর। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। সিসিটিভিতে ফুটেজে দেখা যায়, পুরোহিতের ছদ্মবেশে ওই অনুষ্ঠানে ঢুকে পড়েন এক ব্যক্তি। তারপর একে একে সব জিনিস নিয়ে পালান তিনি। ইতিমধ্যেই ওই ব্যক্তিকে শনাক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। তাঁর বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর।

পুলিশ সূত্রে খবর, খোয়া যাওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ৬০ গ্রাম ওজনের একটি সোনার ঝাড়ি, সোনার নারকেল, বিভিন্ন হীরের গয়না সহ রুবি দিয়ে তৈরি ১১৫ গ্রামের একটি সোনার ঝাড়ি।

লাল কেল্লায় চুরি, খোয়া গেল ১.৫ কোটি টাকার সোনার জিনিস