সুরাট, ২১ জানুয়ারি: সাত সকালেই ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে গুজরাটের সুরাট (Surat)। সেখানকার রঘুবীর টেক্সটাইলসের মার্কেটে (Raghuvir Textile Market) লাগে আগুন, প্রায় ৫৬টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। রঘুবীর মার্কেটের ওই বহুতলটি এখন সম্পূর্ণভাবে আগুনের গ্রাসে চলে গিয়েছে। ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর প্রকাশ্যে আনেনি দমকল কর্তৃপক্ষ। আরও পড়ুন-Mamata Banerjee: সিএএ বিরোধিতায় কেরালা ও পাঞ্জাবের পথেই হাঁটবে রাজ্য, বললেন মমতা ব্যানার্জি
সূত্রের খবর, এ দিন সকালে আচমকাই আগুন লেগে যায় ওই বহুতলটিতে। ঘটনাস্থলে আগুন নেভাতে পৌঁছেছে ৫৬টি দমকলের ইঞ্জিন। ৩টি হাইড্রোলিক ক্রেনের সাহায্যে আগুন নেভানোর কাজ করা শুরু হয়েছে। তবে, ওই বহুতলটিতে আপাতত কেউ আটকে নেই বলে জানা গিয়েছে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দনকলের। এখনও পর্যন্ত প্রকৃত কারণ জানা যায় নি। ঘটনার তদন্ত চালানো হবে বলে জানা গিয়েছে। গত বছর মে মাসে সুরাতে একটি বহুতলের ভয়াবহ আগুনে মৃত্যু হয়েছিল ২০ জন শিশুর। ওই সময় তক্ষশীলা আর্কেড বিল্ডিং তৃতীয় তলে পড়তে গিয়েছিলেন একাধিক ছাত্রছাত্রী। আচমকা আগুন লাগায় ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। ভয়ে প্রাণ বাঁচাতে উপর থেকে লাফ দেয় অনেকে।