
বুদাউন, ২৩ জুনঃ উত্তরপ্রদেশের বুদাউনে রামলীলা ময়দানে সাংঘাতিক অগ্নিকাণ্ড। সোমবার ময়দানে একটি প্রদর্শনী অনুষ্ঠান চলছিল। প্রচুর দোকানপাট বসেছিল। লোকজনে ছয়লাপ ছিল প্রদর্শনী প্রাঙ্গণ। হঠাৎই আগুন আগুন বলে চিৎকার। ধোঁয়ায় ধোঁয়া চারিদিক। প্রাণ ভয়ে পালাতে শুরু করেন প্রদর্শনী অনুষ্ঠান আসা লোকজন এবং দোকানদারেরা। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পরপর দোকানগুলোতে। দমকল ঘটনাস্থলে পৌঁছতে পৌঁছতে আগুন গ্রাস করেছে কুড়িটিরও বেশি দোকান। অগ্নিকাণ্ডের জেরে এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে।
বুদাউনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অরুণ কুমার জানান, রাম লীলা ময়দানে অগ্নিকাণ্ডের কারণ সঠিকভাবে এখনও জানা যায়নি। তবে আশঙ্কা করা হচ্ছে, শর্ট সার্কিটের কারণে আগুনটি লেগেছে। প্রায় ২০-২৫টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুন নেভানোর কাজ প্রায় শেষ। কোন হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের জেরে কী কী ক্ষতি হয়েছে তা পর্যবেক্ষণ চলছে।
অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই বহু দোকানঃ
#WATCH | Uttar Pradesh: A massive fire broke out at an exhibition at Ram Leela Maidan in Budaun. Firefighting operations are underway. More details awaited. pic.twitter.com/Wxkeaq7638
— ANI (@ANI) June 23, 2025
জানা যাচ্ছে, প্রদর্শনী চলাকালীন সকাল ৯টার দিকে একটি কাপড়ের দোকানে প্রথমে আগুন লাগে। দ্রুত আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়তে শুরু করে। আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে কয়েকটি দোকান মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে গিয়েছে। দমকল বাহিনী দীর্ঘ প্রচেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে আগুন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মধ্যে হতাশা তৈরি হয়েছে। প্রদর্শনী প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার না থাকার জন্যে ক্ষোভে ফেটে পড়ছেন বহু ব্যবসায়ী।