গ্যাংটক, ৪ এপ্রিল: ধসে বিধ্বস্ত সিকিম (Sikkim)। সিকিমের নাথুলায় তুষার ধসের জেরে ৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ধসের পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। চলছে দুর্গতদের উদ্ধারের চেষ্টা। সিকিমের নাথু লায় তুষারধসের জেরে ৮০ জনের আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার দুপুর ১২.২০ নাগাদ নাথুলায় তুষারধস নামে। ঘটনার পরপরই আহত ৪ জনকে পাশের সেনা হাসপাতালে ভর্তি করা হয়। যাঁদের মধ্যে ৪ জন পুরুষ ২ মহিলা এবং শিশু রয়েছেন।
রিপোর্টে প্রকাশ, তুষারধসের জেরে ১৫০ জন পর্যটক ওই এলাকায় আটকে পড়েছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। যাঁদের মধ্যে ৩০ জন বরফের নীচে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তুষারধসের পর সিকিম পুলিশ এবং স্থানীয় বেশ কয়েকটি সংগঠঠন উদ্ধারের কাজ শুরু করেছে বলে জানা যাচ্ছে।