Wedding Representative Photo (Photo Credits: X)

নয়াদিল্লিঃ বিয়ে নিয়ে বড় পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের(Allahabad High Court)। ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো ভাইরাল( Viral) করে দেওয়ার অভিযোগে স্বামীর(Husband) বিরুদ্ধে দ্বারস্থ হয়েছিলেন স্ত্রী। সেই মামলার রায় দিতে গিয়েই এমন পর্যবেক্ষণ হাইকোর্টের। শুনানিকালে চারপতি বিনোদ দিবাকর বলেন, "বৈবাহিক সম্পর্কের পবিত্রতা নষ্ট করেছেন অভিযুক্ত। গোপনীয়তা বজায় রাখা বাহিক বন্ধনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই ধরনের জিনিস সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া গোপনীয়তা লঙ্ঘন করা।" এরপর আদালত জানায়, বিয়ে করা স্ত্রী মানেই তাঁর মালিকানা পাওয়া না। এই ব্যাপারে বিচারপতি বলেন, "স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের গোপনীয়তা বজায় রাখা শুধু মাত্র আইনি বাধ্যবাধকতা নয় এটা সম্পর্কের নৈতিক একটা কর্তব্য।"

বিয়ে নিয়ে বড় পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের

প্রসঙ্গত, ২০২২ সালে স্বামীর বিরুদ্ধে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ আনেন উত্তরপ্রদেশের মির্জাপুরের এক মহিলা। অভিযোগ, তাঁর ইচ্ছের বিরুদ্ধে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন তাঁর স্বামী। এরপরই তথ্যপ্রযুক্তি আইনের আওতায় স্বামীর বিরুদ্ধে মামলা রুজু করেন তিনি।

 ‘বিয়ে মানেই স্ত্রীর মালিকানা পাওয়া নয়’ সাফ জানাল এলাহাবাদ হাইকোর্ট