Hazaribagh Maoists Attack: হাজারিবাগে মাওবাদী হামলা, পোড়ানো হল রেললাইন তৈরির কাজে ব্যবহৃত গাড়ি
Photo Credits: ANI

হাজারিবাগ: ফের ঝাড়খণ্ডে (Jharkhand) হামলা চালাল মাওবাদীরা (Maoists)। বৃহস্পতিবার সকালে ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার (Hazaribagh District) শাহপুর-হেসা কুদার গ্রামে (Shahpur-Hesa Kudar Village) রেললাইন তৈরির কাজে ব্যবহৃত (railway line construction work) চারটি গাড়িকে (vehicles) আগুন (fire) লাগিয়ে পুড়িয়ে দেয়। আরও পড়ুন: SC On Pregnancy Termination: 'আমরা একটা শিশুকে কোনওভাবেই হত্যা করতে পারি না', গর্ভপাতের আবেদনে মন্তব্য সুপ্রিম কোর্টের

কাটকামসান্দি পুলিশ স্টেশনের (Katkamsandi police station) অন্তর্গত ওই এলাকায় গাড়িতে আগুন লাগিয়ে চলে যাওয়ার সময় প্রচুর লিফলেটও (leaflets) ছড়িয়ে দিয়ে যায় হামলাকারীরা। যাতে এই হামলার পিছনে নিজেদের থাকার কথা স্বীকার (responsibility) করেছে তারা। সন্দেহ করা হচ্ছে মাওবাদীরা ভয় দেখানোর জন্য এবং নির্মাণ সংস্থার (construction company) কাছ থেকে টাকা আদায়ের উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে। আরও পড়ুন: Madhya Pradesh Assembly Election 2023: মধ্যপ্রদেশে ভোট, মান্ডলার মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ প্রিয়াঙ্কা গান্ধীর