Arvind Kejriwal (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ২৩ নভেম্বর: পাঞ্জাব কংগ্রেসের (Congress) অনেক বিধায়কই তাঁর সঙ্গে যোগাযোগ করছেন কিন্তু বতিলের খাতায় থাকাদের কাউকে আম আদমি পার্টিতে নেওয়া হবে না। এমনই জানালেন দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে হাজির হয়ে কেজরিওয়াল বলেন, পাঞ্জাব থেকে কংগ্রেস বিধায়কদের যদি আম আদমি পার্টিতে যোগ দেওয়ানো হয়, তাহলে অন্তত ২৫ জন বিধায়ক এবং ৩ জন সাংসদ তাঁর দলের প্রতীকে যোগ দিতে প্রস্তুত বলে মন্তব্য করেন আম আদমি পার্টি সুপ্রিমো। কেজরিওয়ালের (Arvind Kejriwal) ওই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে।

সামনেই পাঞ্জাবে বিধানসভা নির্বাচনে। যার জেরে প্রত্যেকটি রাজনৈতিক দলের তরফে জল মাপার কাজ শুরু হয়েছে। পাঞ্জাব কংগ্রেসের অন্দরে টালমাটাল পরিস্থিতির জেরে এবার সেখানে জোর কদমে সংগঠন পোক্ত করার কাজ শুরু করেছেন অরবিন্দ কেজরিওয়াল।

 

পাঞ্জাবে গিয়ে আজ কেজরি বলেন, দিল্লির স্কুলগুলির পরিকাঠামোর উন্নয়ন যেভাবে করা হয়েছে, পাঞ্জাবেও সেই একই কাজ করতে চায় আম আদমি পার্টি। একমাত্র আম আদমি পার্টিই জানে, স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন কীভাবে করতে হয়। পাঞ্জাবে ক্ষমতায় এলে, তাঁরা স্কুলগুলির পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষকদের সমস্ত কথা শোনা হবে বলে আশ্বাস দেন অরবিন্দ কেজরিওয়াল।