Manmohan Singh (Photo Credits: X)

নয়া দিল্লি, ২৭ ডিসেম্বরঃ না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ (Manmohan Singh Dies)। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ দিল্লির এমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিন আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকদের বহু চেষ্টাতেও শেষরক্ষা হয়নি। ৯২ বছরে চলে গেলেন ২০০৪ থেকে ২০১৪ সাল অবধি দেশের প্রধানমন্ত্রীর পদে থাকা মনমোহন। কংগ্রেসের তরফে জানানো হয়েছে, আগামীকাল শনিবার শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় চির বিদায় জানানো হবে মনমোহন সিংহকে। শুক্রবার সকালে দিল্লিতে মতিলাল নেহরু মার্গে আনা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর মরদেহ। সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন সকলে।

দেশে নেই মনমোহন সিংহয়ের মেয়ে। বাবার মৃত্যু খবর পাওয়া মাত্রই আমেরিকা থেকে রওনা দিয়েছেন তিনি। আশা করা যাচ্ছে শুক্রবার সন্ধ্যার মধ্যেই ভারতে পৌঁছবেন তিনি। সপরিবারের উপস্থিতিতেই বিদায় নেবেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী।

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের প্রয়াণে সাত দিনের 'জাতীয় শোক' (National Mourning) ঘোষণা করেছে কেন্দ্র। বৃহস্পতিবার রাতেই এই মর্মে একটি বিবৃতিতে জানানো হয়েছে, মনমোহন সিংহকে শ্রদ্ধা জানাতে ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে ১ জানুয়ারি বুধবার পর্যন্ত দেশে জাতীয় শোক চলবে। যার অর্থ হল, এই সময়সীমা দেশের সমস্ত জায়গায় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়াও সরকারি স্তরে কোন বিনোদনমূলক অনুষ্ঠান হবে না।