নতুন দিল্লি, ১৬ অক্টোবর: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh) ডেঙ্গুতে (Dengue) আক্রান্ত হয়েছেন। আজ বিবৃতিতে জানাল দিল্লি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স (AIIMS)। হাসপাতালের তরফে জানানো হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে, প্লেটলেট বাড়ছে, তিনি বিপদমুক্ত।
বুধবার জ্বর ও শারীরিক দুর্বলতার উপসর্গ নিয়ে প্রবীণ কংগ্রেস নেতা এইমসে ভর্তি হন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্দাভিয়া এইমসে গিয়ে তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নেন। প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ নীতীশ নায়কের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল প্রাক্তন প্রধানমন্ত্রীর চিকিৎসা করছেন। আরও পড়ুন: Rahul Gandhi: কংগ্রেস সভাপতি হিসেবে ফিরতে পারেন রাহুল গান্ধী, ইঙ্গিত খোদ রাগার গলায়
জানা গিয়েছে, হাসপাতালে ভর্তি হওয়ার আগে মনমোহন সিং তিনদিন ধরে জ্বরে ভুগছিলেন। বুধবার পরিস্থিতি খারাপ হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।