Amit Malviya, Rahul Gandhi (Photo Credit: Facebook)

দিল্লি, ২৯ জুন: বৃহস্পতিবার উত্তপ্ত মণিপুরের (Manipur) পরিস্থিতি খতিয়ে সেখানে যাচ্ছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। মণিপুর সংঘর্ষপীড়িতদের সঙ্গে কথা বলবেন কংগ্রেস নেতা। ইম্ফল এবং মণিপুরের আশ্রয় শিবিরগুলিতে রাহুল গান্ধী যাবেন বলে খবর। যা নিয়ে এবার তোপ দাগলেন বিজেপির অমিত মালব্য (Amit Malviya)। রাহুলের মণিপুর সফরের বিরুদ্ধে ট্যুইট করেন মালব্য। তিনি বলেন, ২০১৫ থেকে ১৭ সালের মধ্যে রাহুল একবারও মণিপুরে যাননি। ওই সময় কংগ্রেসের মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবির আমলেও উত্তর-পূর্বের ওই রাজ্য উত্তপ্ত হয়। তখন রাহুল একবারের জন্য সেখানে যাননি বলে তোপ দাগেন বিজেপি নেতা।

পাশাপাশি তিনি আরও বলেন, রাহুল গান্ধী কোনও মসিহা নন, তিনি একজন রাজনৈতিক নেত মাত্র। রাজনীতি থেকে ফায়দা তুলতেই রাহুল এবার মণিপুরে যাচ্ছেন বলে মন্তব্য করেন মালব্য। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই রাহুল মণিপুর সফরে যাচ্ছেন। সেই কারণে সাধারণ মানুষ না রাহুল গান্ধীকে, না কংগ্রেসকে বিশ্বাস করে বলেও তোপ দাগেন বিজেপির আইটি সেলের প্রধান।

আরও পড়ুন:  Manipur Violence: উত্তপ্ত মণিপুর সফরে রাহুল, 'হিংসা নয় ভালবাসা' দিয়ে ক্ষত সারানোর বার্তা কংগ্রেসের

প্রসঙ্গত রাহুল গান্ধীর বিরুদ্ধে ট্যুইট করায় বেঙ্গালুরুতে বিজেপি নেতা অমিত মালব্যর বিরুদ্ধে এফআইআর দায়ের করে কংগ্রেস। যা নিয়ে রাজনৈতিক চাপানউতর অব্যাহত।