![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/07/393-380x214.jpg)
ইম্ফল, ২৫ জুলাই: গত ২ দিনে মায়ানমার থেকে প্রায় ৭০০ জন অবৈধভাবে মণিপুরে প্রবেশ করেছেন। এমনই একটি খবরের জেরে ফের শোরগোল ছড়াল। রিপোর্টে প্রকাশ, গত ২২ এবং ২৩ জুলাই, এই ২ দিনে মণিপুরে প্রায় ৭০০ জন মায়ানমারের নাগরিক অবৈধভাবে প্রবেশ করেছেন। যাঁদের মধ্যে শিশুর সংখ্যা ৩০১। মায়ানমার থেকে কোনও ভ্রমণ নথি না নিয়ে কীভাবে ৭০০ জন মণিপুরে অবৈধভাবে প্রবেশ করলেন, সে বিষয়ে অসম রাইফেলসের কাছে তথ্য চাইল সরকার। অসম রাইফেলস যাতে এ বিষয়ে প্রকৃত তথ্য দেয়, সে বিষয়ে মণিপুর সরকারের তরফে নত চাওয়া হয়েছে।
মণিপুরের মুখ্যসচিব বীনিত যোশী জানান, মায়ানমার থেকে ভুয়ো নিথর সাহায্যে যাতে কেউ মণিপুরে প্রবেশ করতে না পারেন, সে বিষয়ে অসম রাইফেলস এবং বিএসএফকে নজরদারির কথা বলা হয়। প্রকৃত ভ্রমণ নথি ছাড়া যাতে মায়ানমার থেকে কেউ মণিপুরে প্রবেশ করতে না পরেন, সে বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয় এন বীরেন সিংয়ের সরকারকে। ফলে মায়ানমারের নাগরিকদের মণিপুরে অবৈধ প্রবেশ নিয়ে ফের শোরগোল শুরু হয়েছে।