Photo Credit ANI

মণিপুর পরিদর্শনে পৌছল ন্যাশন্যাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্সের বিষেয পর্যবেক্ষেকরা।রবিবার মণিপুরের রাজ্যপাল অনুসূইয়া উকেইকের সঙ্গে সাক্ষাৎ করেন তাঁরা।

২১ জনের একটি দল শনিবার মণিপুরে পৌছান। রাজ্যের পরিস্থিতি খতিয়ে তাঁরা সেখানে পৌছন। দুদিনের এই সফরে তাঁরা ঘুরে দেখবেন হিংসা কবলিত এলাকাগুলি, কথা বলবেন আক্রান্ত মানুষদের সঙ্গে।জাতিগত হিংসার কারণে মে মাসের ৪ তারিখ থেকে জ্বলছে মণিপুর। তারওপর বেশ কিছুদিন আগেই এক মহিলাকে নগ্ন করে ঘোরানোর জেরে আরও তপ্ত হয়েছে ওঠে পরিস্থিতি। মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির কথা জানানো হয়।

এই বিষয়ে তৃণমূলের সাংসদ সুষ্মিতাদেব জানান,"এখানকার পরিস্থিতি ভয়ানক এবং মিডিয়াতেও এই খবর শুনতে পাওয়া যাচ্ছে, আমরা রাজ্যপালের কাছে যৌথভাবে মেমোরেন্ডাম দিতে চাই এবং যতদ্রুত সম্ভব শান্তি ফেরানোর আবেদন জানাতে চাই। এছাডা় রাজ্যপাল যাতে এই বিষয়ে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রাজ্যের পরিস্থিতি সমন্ধে জানান আমরা  সেই আবেদন করি"।

মণিপুরে যাওয়া ২১ জন সদস্যের মধ্যে যার রয়েছেন তাঁরা হলেন- অধীর রঞ্জন চৌধুরী, গৌরব গগৈ, কে সুরেশ, ফুলো দেবী নেটাম, রবি রঞ্জন লালন সিং, সুস্মিতাদেব, কানিমোঝি, সান্দোশ কুমার, এ এ রহিম, মনোজ কুমার ঝাঁ, জাভেদ আলি খান, মহুয়া মাঝি, পিপি মহম্মদ ফয়সল,  অনিল প্রসাদ হেজ, ইটি মহম্মদ বাসির, এন কে প্রেমচন্দন, সুশীল গুপ্তা, অরূিন্দ সাউন্ত, ডি রবিকুমার, থিরু থোল থিরু মালাভালান এবং জয়ন্ত সিং।