Indian Army Recues Manipur Residence (Photo Credit: ANI)

হিংসায় বিধ্বস্ত মণিপুরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে জারি করা হয়েছে কার্ফু। নামানো হয়েছে সেনা। বিগত কয়েকদিন ধরে চলতে থাকা হিংসার ঘটনা অনেকটাই নিয়ন্ত্রনে আনা হয়েছে। এবার রবিবার বিভিন্ন দিক বিবেচনা করে সকাল ৭ টা থেকে ১০ পর্যন্ত কার্ফিউ ওঠানো হবে বলে জানা গেছে। হিংসা বিধস্ত চূড়াচন্দ্রপুরে সাধারন মানুষ যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারে সেই উদ্দেশ্যেই শিথিল করা হয়েছে কার্ফু।

বহিরাগতদের হাত থেকে বনাঞ্চলকে বাচাতে এবং মেইতিদের সিডিউল ট্রাইবে অর্ন্তভুক্ত করার হাইকোর্টের পরামর্শে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুরে চূড়াচন্দ্রপুর।হিংসার ঘটনা ছড়িয়ে পড়ে দ্রুততার সঙ্গে । লুঠপাট, ঘরবাড়ি ভাংচুরের মত বিষয় ঘটতে থাকে মণিপুরের বেশ কিছু এলাকা জুড়ে। যার জেরে নামানো হয় সেনা।

এর পাশাপাশি মণিপুরের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী বীরেন সিং সর্বদলীয় বৈঠকও ডাকেন আলোচনার জন্য।

তবে সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে মণিপুরের সার্বিক পরিস্থিতির উন্নতি হয়েছে। সেনা এবং যৌথ বাহিনীর উদ্যোগে নিয়ন্ত্রনে নিয়ে আসা হয়েছে উপদ্রুত এলাকাগুলিকে।